ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লেস্টারে ইতিহাস গড়া দাওয়াতি সম্মেলন, শুরু হলো নতুন দাওয়াতি যুগ নিখোঁজের পর ইউনিয়ন পরিষদের টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার রিয়ালে ১০ নম্বর জার্সির নতুন উত্তরাধিকারী এমবাপে অভিনেত্রী নন্দিনীর গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু শুল্কবিরতির মেয়াদ বাড়বে কিনা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প রাশিয়ায় দশকের শক্তিশালী ভূমিকম্প, জাপান-হাওয়াইয়ে সুনামির আশঙ্কা ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি সতর্কতায় ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র খালি কঙ্গনাকে ‘সেরা অভিনেত্রী’ বলায় যা করলেন তিনি আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন, ৪৫ দিনের মধ্যে শেষ হবে পুরো প্রক্রিয়া কালকিনিতে আড়িয়াল খাঁ নদী ভাঙনে দিশেহারা দুই শতাধিক পরিবার!

বিশ্ববাজারে কমলো সয়াবিন-ক্যানোলা তেলের দাম, ঊর্ধ্বমুখী সানফ্লাওয়ার-পাম তেল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 40

ছবি সংগৃহীত

 

বিশ্ববাজারে কমতে শুরু করেছে ভোজ্যতেল জাতীয় পণ্য সয়াবিন বীজ ও ক্যানোলা তেলের দাম। তবে এর বিপরীতে ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে সানফ্লাওয়ার ও পাম তেলের বাজার। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরজুড়ে এই দুই তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববাজারের তথ্য অনুযায়ী, সয়াবিন বীজ বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে শূন্য দশমিক ৭০ ডলারে। সম্প্রতি প্রকাশিত পূর্বাভাসে দেখা গেছে, চলতি প্রান্তিকে সয়াবিনের দাম আরও কমে প্রতি কেজি শূন্য দশমিক ৬০ ডলারে নেমে আসতে পারে।

একইভাবে কমতির দিকে রয়েছে আরেক জনপ্রিয় ভোজ্যতেল ক্যানোলা। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি টন ক্যানোলা তেল বিক্রি হচ্ছে ৩৯৭ ডলারে। এর আগের সপ্তাহের তুলনায় এর দাম কিছুটা কমেছে বলে বাজার বিশ্লেষকরা জানিয়েছেন।

অন্যদিকে, উল্টো চিত্র দেখা যাচ্ছে পাম ও সানফ্লাওয়ার তেলের ক্ষেত্রে। চলতি সপ্তাহে প্রতি টন পাম তেল বিক্রি হয়েছে এক হাজার ১১ ডলারে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই দাম বেড়েছে শূন্য দশমিক ২২ শতাংশ। আমেরিকান গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনমিকস বলছে, আগামী কয়েক মাসে এই তেলের দাম প্রতি টনে বেড়ে দাঁড়াতে পারে প্রায় এক হাজার ৩০ ডলারে।

সানফ্লাওয়ার তেলের বাজারেও উত্তাপ বাড়ছে। গত এক সপ্তাহে দাম কিছুটা কমলেও সর্বশেষ এক দিনের ব্যবধানেই প্রতি টনে দাম বেড়েছে এক ডলার ৩০ সেন্ট। ফলে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সানফ্লাওয়ার তেল বিক্রি হচ্ছে এক হাজার ৩৪৭ ডলারে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও আন্তর্জাতিক সরবরাহ সংকটের মতো বিষয়গুলো ভোজ্যতেলের বাজারে এই অস্থিরতার কারণ। ফলে বিশ্বজুড়ে আগামী দিনগুলোতে সানফ্লাওয়ার ও পাম তেলের দাম চড়া থাকলেও সয়াবিন ও ক্যানোলার দাম কমতির দিকেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে কমলো সয়াবিন-ক্যানোলা তেলের দাম, ঊর্ধ্বমুখী সানফ্লাওয়ার-পাম তেল

আপডেট সময় ০৫:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

 

বিশ্ববাজারে কমতে শুরু করেছে ভোজ্যতেল জাতীয় পণ্য সয়াবিন বীজ ও ক্যানোলা তেলের দাম। তবে এর বিপরীতে ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে সানফ্লাওয়ার ও পাম তেলের বাজার। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরজুড়ে এই দুই তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববাজারের তথ্য অনুযায়ী, সয়াবিন বীজ বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে শূন্য দশমিক ৭০ ডলারে। সম্প্রতি প্রকাশিত পূর্বাভাসে দেখা গেছে, চলতি প্রান্তিকে সয়াবিনের দাম আরও কমে প্রতি কেজি শূন্য দশমিক ৬০ ডলারে নেমে আসতে পারে।

একইভাবে কমতির দিকে রয়েছে আরেক জনপ্রিয় ভোজ্যতেল ক্যানোলা। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি টন ক্যানোলা তেল বিক্রি হচ্ছে ৩৯৭ ডলারে। এর আগের সপ্তাহের তুলনায় এর দাম কিছুটা কমেছে বলে বাজার বিশ্লেষকরা জানিয়েছেন।

অন্যদিকে, উল্টো চিত্র দেখা যাচ্ছে পাম ও সানফ্লাওয়ার তেলের ক্ষেত্রে। চলতি সপ্তাহে প্রতি টন পাম তেল বিক্রি হয়েছে এক হাজার ১১ ডলারে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই দাম বেড়েছে শূন্য দশমিক ২২ শতাংশ। আমেরিকান গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনমিকস বলছে, আগামী কয়েক মাসে এই তেলের দাম প্রতি টনে বেড়ে দাঁড়াতে পারে প্রায় এক হাজার ৩০ ডলারে।

সানফ্লাওয়ার তেলের বাজারেও উত্তাপ বাড়ছে। গত এক সপ্তাহে দাম কিছুটা কমলেও সর্বশেষ এক দিনের ব্যবধানেই প্রতি টনে দাম বেড়েছে এক ডলার ৩০ সেন্ট। ফলে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সানফ্লাওয়ার তেল বিক্রি হচ্ছে এক হাজার ৩৪৭ ডলারে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও আন্তর্জাতিক সরবরাহ সংকটের মতো বিষয়গুলো ভোজ্যতেলের বাজারে এই অস্থিরতার কারণ। ফলে বিশ্বজুড়ে আগামী দিনগুলোতে সানফ্লাওয়ার ও পাম তেলের দাম চড়া থাকলেও সয়াবিন ও ক্যানোলার দাম কমতির দিকেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।