ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে তিনদিনব্যাপী আয়োজন ছাত্রশিবিরের খাগড়াছড়িতে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ ৫ আগস্ট ইতিহাস কথা বলে জুলাই শহীদদের আত্মত্যাগই হবে আগামীর বাংলাদেশ রুপরেখা : ড. ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের অংশগ্রহণ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলবে মঙ্গলবার, বন্দর কর্তৃপক্ষের সতর্কবার্তা ৩৬ জুলাই স্মরণে টেলিটকের বিশেষ অফার সাজিদ হত্যার ইস্যুতে পরিবারের মামলা আদালত চত্ত্বর থেকে পালানো আসামী বরগুনা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / 40

ছবি সংগৃহীত

 

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক হত্যাকাণ্ডের মূল হোতা সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৫ মার্চ) ঢাকায় এক বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কর্মকর্তা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত। এ নিয়ে তদন্ত ও অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।’

ছোট সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, অস্ত্র আইন লঙ্ঘন ও চাঁদাবাজির অভিযোগ। গত বছরের ২৯ আগস্ট বায়েজিদ বোস্তামী থানার কুয়াইশ এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮) নামে দুই যুবককে হত্যা করে সাজ্জাদ ও তার সহযোগীরা। এই চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলায় তাকে প্রধান আসামি করা হয়। এছাড়া, গত ২১ অক্টোবর চান্দগাঁও থানার শমশের পাড়ায় আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সিএমপি সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের ছায়ায় অপরাধ জগতে প্রবেশ করে ছোট সাজ্জাদ। নগরের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন, শীতলঝর্ণা, কালারপুল, চান্দগাঁও হাজীরপুল, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় ১৫-২০ জনের সশস্ত্র বাহিনী নিয়ে চাঁদাবাজি ও জমি দখল করে আসছিলেন তিনি।

গত বছরের ১৮ সেপ্টেম্বর কালারপুল এলাকায় শটগান হাতে নিয়ে নির্মাণাধীন একটি ভবনে ঢুকে মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে সাজ্জাদ ও তার সহযোগীরা। এছাড়া, ৫ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড় এলাকায় এক সাততলা ভবনে অভিযান চালায় পুলিশ। কিন্তু সন্ত্রাসী সাজ্জাদ পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হন।

গত ২৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকি দেয় সাজ্জাদ। এই ঘটনায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তার বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় এবং তাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়।

অবশেষে, দীর্ঘদিনের চেষ্টার পর আইনশৃঙ্খলা বাহিনীর গোপন অভিযানে ঢাকার একটি স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার গ্রেপ্তারের মাধ্যমে চট্টগ্রামের অপরাধ জগতে বড় ধরনের ধাক্কা লাগবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার 

আপডেট সময় ১১:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

 

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক হত্যাকাণ্ডের মূল হোতা সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৫ মার্চ) ঢাকায় এক বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কর্মকর্তা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত। এ নিয়ে তদন্ত ও অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।’

ছোট সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, অস্ত্র আইন লঙ্ঘন ও চাঁদাবাজির অভিযোগ। গত বছরের ২৯ আগস্ট বায়েজিদ বোস্তামী থানার কুয়াইশ এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮) নামে দুই যুবককে হত্যা করে সাজ্জাদ ও তার সহযোগীরা। এই চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলায় তাকে প্রধান আসামি করা হয়। এছাড়া, গত ২১ অক্টোবর চান্দগাঁও থানার শমশের পাড়ায় আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সিএমপি সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের ছায়ায় অপরাধ জগতে প্রবেশ করে ছোট সাজ্জাদ। নগরের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন, শীতলঝর্ণা, কালারপুল, চান্দগাঁও হাজীরপুল, পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় ১৫-২০ জনের সশস্ত্র বাহিনী নিয়ে চাঁদাবাজি ও জমি দখল করে আসছিলেন তিনি।

গত বছরের ১৮ সেপ্টেম্বর কালারপুল এলাকায় শটগান হাতে নিয়ে নির্মাণাধীন একটি ভবনে ঢুকে মালিকের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে সাজ্জাদ ও তার সহযোগীরা। এছাড়া, ৫ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড় এলাকায় এক সাততলা ভবনে অভিযান চালায় পুলিশ। কিন্তু সন্ত্রাসী সাজ্জাদ পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ চারজন আহত হন।

গত ২৮ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকি দেয় সাজ্জাদ। এই ঘটনায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তার বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় এবং তাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়।

অবশেষে, দীর্ঘদিনের চেষ্টার পর আইনশৃঙ্খলা বাহিনীর গোপন অভিযানে ঢাকার একটি স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার গ্রেপ্তারের মাধ্যমে চট্টগ্রামের অপরাধ জগতে বড় ধরনের ধাক্কা লাগবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।