ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি তিন দপ্তরে শীর্ষ পদে রদবদল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 50

ছবি সংগৃহীত

 

সরকারি তিন গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল এনেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন আদেশ অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমামকে প্রেষণে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিনকে প্রেষণে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি এখন শিল্প মন্ত্রণালয়ের অধীন থাকবে।

এছাড়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে প্রেষণে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।

এই রদবদলের ফলে সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন দপ্তরে নতুন নেতৃত্ব আসছে, যা সংশ্লিষ্ট খাতে গতিশীলতা আনতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সরকারি তিন দপ্তরে শীর্ষ পদে রদবদল

আপডেট সময় ০৭:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

 

সরকারি তিন গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল এনেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন আদেশ অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমামকে প্রেষণে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিনকে প্রেষণে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি এখন শিল্প মন্ত্রণালয়ের অধীন থাকবে।

এছাড়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে প্রেষণে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।

এই রদবদলের ফলে সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন দপ্তরে নতুন নেতৃত্ব আসছে, যা সংশ্লিষ্ট খাতে গতিশীলতা আনতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।