নারীর অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থানের আহ্বান জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

- আপডেট সময় ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 27
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার নারীদের অধিকার আদায়ের প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, “নারীর যোগ্যতা অর্জন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “নারীদের নিজেদের অধিকার আদায়ে সরাসরি এগিয়ে আসা উচিত, আর এতে যদি নারীরা একতাবদ্ধ হয়ে কাজ করেন, আমরা তাদের পাশে আরও দ্রুত এগিয়ে যাব।”
মঙ্গলবার (১১ মার্চ) প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার এ সময় দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শোক প্রকাশ করেন। তিনি বলেন, “এবারের নারী দিবস শুরু হয়েছে কিছু দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চেষ্টিত হচ্ছে। তবে, সমাজে এখনও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি।”
তিনি আরো বলেন, “সমাজে কিছু লোকের পাশবিকতা ও হিংস্রতার ঘটনায় ভাষা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।”
নারীদের জাতীয় সংসদে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব দিয়ে ফরিদা আখতার বলেন, “কিছু সময়ের জন্য নারীদের জন্য আসন সংরক্ষণ করা যেতে পারে। রাজনৈতিক দল নয়, নারীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, যা এখনও কোনো সরকার কার্যকরভাবে বাস্তবায়ন করেনি, যা অত্যন্ত দুঃখজনক।”
নারী-পুরুষ সমতার বিষয়েও তিনি জোর দেন এবং বলেন, “বর্তমান গতি যদি অব্যাহত থাকে, তবে আগামী শতাব্দীতে নারী-পুরুষ সমতা অর্জন করা সম্ভব হবে। তবে, এ গতিতে চলা কোনোভাবেই চলতে পারে না।”
ফরিদা আখতার ফ্যাসিবাদ নিয়ে মন্তব্য করেন এবং বলেন, “ফ্যাসিবাদ শুধু একজন ব্যক্তির কারণে নয়, বরং কাঠামোগত কারণে বেড়ে উঠেছে। এক ব্যক্তি তা প্রতীক হয়ে উঠেছে, যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।”
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. বেগম শামছুন নাহার আহম্মেদ সভাপতিত্ব করেন এবং অন্যান্য বক্তৃতা প্রদান করেন অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, পরিচালক প্রশাসন ডা. মো. বয়জার রহমান এবং বিসিএস লাইভস্টক একাডেমির সহকারী অধ্যাপক ডা. কাউসাইন মোবশ্বের।