ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সাত দিনের মধ্যে মাগুরায় ধর্ষণের বিচার কাজ শুরু: আইন উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রাশিয়ায়, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সূচনা বলিভিয়ার পোটোসি অঞ্চলে বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত ২০ জন নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যু, বিচার দাবি জামায়াত আমিরের আছিয়ার ধর্ষকদের ফাঁসি কার্যকর করে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করা হোক: হাসনাত-সারজিস মাদকবিরোধী অভিযানে মানবতাবিরোধী অপরাধের সব দায় নিলেন দুতার্তে, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার দাবি সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়ল শনি গ্রহের চারপাশে নতুন ১২৮টি চাঁদের সন্ধান, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান আইজিপির আহ্বান: পুলিশের ওপর আক্রমণ না করে সহযোগিতা করুন

বয়সের কাঁটাতেও রোনালদোর চমক: তরুণ রোনালদোকেও ছাড়িয়ে গেলেন ‘বুড়ো’ রোনালদো

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ফুটবল জগতের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো যে বয়সের ঘূর্ণায়মান প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারেন, তা আবারও প্রমাণিত হলো। ফুটবলে যখন ৩০ বছর পেরিয়ে যাওয়া মানেই অনেক খেলোয়াড়ের দ্রুত অবসর এবং সামর্থ্যের হ্রাস, তখন রোনালদো সেই তত্ত্বকে উল্টে দিয়েছেন। এই বয়সে এসে তিনি যেন আরও তীক্ষ্ণ, আরও ভয়ংকর হয়ে উঠেছেন।

এবার, ‘বুড়ো’ রোনালদো নিজেই তরুণ রোনালদোকেও ছাড়িয়ে গেছেন। ৩০ বছর বয়সের আগে রোনালদো ৪৬৩ গোল করেছিলেন। আর এখন, ৩০ পেরিয়ে, তার গোল সংখ্যা দাঁড়িয়ে ৪৬৪-এ। অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোনালদো যেন আরও ধারালো হয়েছেন।

গতকাল রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে গোল করে রোনালদো তার এই অনন্য কীর্তি নতুনভাবে সেলিব্রেট করেন। এই গোলের মাধ্যমে আল নাসর ৩-০ গোলের জয়ে শেষ আটে পৌঁছায়। দ্বিতীয় লেগে আল নাসর প্রথম লেগের গোল শূন্য ড্রয়ের পর ৩-০ গোলে জয়লাভ করে, যেখানে রোনালদো ছাড়াও দুটি গোল করেন জন ডুরান।

এএফসি চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত রোনালদো ৬ ম্যাচে ৭ গোল করেছেন। আর এই মৌসুমে, তিনি ৩২ ম্যাচে ২৭ গোল করেছেন, সাথে রয়েছে ৪টি অ্যাসিস্টও। পাশাপাশি, আল নাসরের হয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ১১০, যেখানে ১০২ ম্যাচে তার গোল ৯১টি।

এই গোল দিয়ে রোনালদো ক্যারিয়ারে তার হাজারতম গোলের দিকে আরও এক ধাপ এগোলেন। তার বর্তমান গোল সংখ্যা ৯২৭টি। ১০০০ গোলের মাইলফলক পূর্ণ করতে তার প্রয়োজন মাত্র ৭৩ গোল। তার ধারাবাহিকতার দিকে তাকিয়ে, এই লক্ষ্যে পৌঁছানো তার জন্য কিছুই না।

এখনো অবধি, রোনালদো প্রমাণ করেছেন, বয়স শুধু একটি সংখ্যা। তার দুর্দান্ত সাফল্য এবং অব্যাহত কৃতিত্ব ফুটবলপ্রেমীদের জন্য একটি অনুপ্রেরণা।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

বয়সের কাঁটাতেও রোনালদোর চমক: তরুণ রোনালদোকেও ছাড়িয়ে গেলেন ‘বুড়ো’ রোনালদো

আপডেট সময় ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

 

ফুটবল জগতের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো যে বয়সের ঘূর্ণায়মান প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারেন, তা আবারও প্রমাণিত হলো। ফুটবলে যখন ৩০ বছর পেরিয়ে যাওয়া মানেই অনেক খেলোয়াড়ের দ্রুত অবসর এবং সামর্থ্যের হ্রাস, তখন রোনালদো সেই তত্ত্বকে উল্টে দিয়েছেন। এই বয়সে এসে তিনি যেন আরও তীক্ষ্ণ, আরও ভয়ংকর হয়ে উঠেছেন।

এবার, ‘বুড়ো’ রোনালদো নিজেই তরুণ রোনালদোকেও ছাড়িয়ে গেছেন। ৩০ বছর বয়সের আগে রোনালদো ৪৬৩ গোল করেছিলেন। আর এখন, ৩০ পেরিয়ে, তার গোল সংখ্যা দাঁড়িয়ে ৪৬৪-এ। অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোনালদো যেন আরও ধারালো হয়েছেন।

গতকাল রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে গোল করে রোনালদো তার এই অনন্য কীর্তি নতুনভাবে সেলিব্রেট করেন। এই গোলের মাধ্যমে আল নাসর ৩-০ গোলের জয়ে শেষ আটে পৌঁছায়। দ্বিতীয় লেগে আল নাসর প্রথম লেগের গোল শূন্য ড্রয়ের পর ৩-০ গোলে জয়লাভ করে, যেখানে রোনালদো ছাড়াও দুটি গোল করেন জন ডুরান।

এএফসি চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত রোনালদো ৬ ম্যাচে ৭ গোল করেছেন। আর এই মৌসুমে, তিনি ৩২ ম্যাচে ২৭ গোল করেছেন, সাথে রয়েছে ৪টি অ্যাসিস্টও। পাশাপাশি, আল নাসরের হয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ১১০, যেখানে ১০২ ম্যাচে তার গোল ৯১টি।

এই গোল দিয়ে রোনালদো ক্যারিয়ারে তার হাজারতম গোলের দিকে আরও এক ধাপ এগোলেন। তার বর্তমান গোল সংখ্যা ৯২৭টি। ১০০০ গোলের মাইলফলক পূর্ণ করতে তার প্রয়োজন মাত্র ৭৩ গোল। তার ধারাবাহিকতার দিকে তাকিয়ে, এই লক্ষ্যে পৌঁছানো তার জন্য কিছুই না।

এখনো অবধি, রোনালদো প্রমাণ করেছেন, বয়স শুধু একটি সংখ্যা। তার দুর্দান্ত সাফল্য এবং অব্যাহত কৃতিত্ব ফুটবলপ্রেমীদের জন্য একটি অনুপ্রেরণা।