ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আটারি সীমান্তে ভারত–পাকিস্তানের মধ্যে একজন করে সেনা বন্দিবিনিময় দুই পক্ষের সংঘর্ষের জেরে রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা প্রবাসী ইস্যুতে মালয়েশিয়ায় কূটনৈতিক তৎপরতায় আইন উপদেষ্টা ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে আহত শতাধিক শিক্ষার্থী ক্ষমতার সময় ফুরিয়ে এসেছে: হুঁশিয়ারি শাজাহান খান চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন মানিকগঞ্জে অসময়ের যমুনার ভাঙন: হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি শীর্ষ আদালতে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফেরতের রায় ১ জুন ইসরায়েলি হামলায় গাজায় এক দিনে নিহত আরও ৫৬ জন

আইপিএলে খেলার স্বপ্ন, ব্রিটিশ নাগরিকত্বের অপেক্ষায় মোহাম্মদ আমির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 24

ছবি: সংগৃহীত

 

২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ খেলার স্বপ্ন দেখছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তবে পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি না থাকায়, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি ‘হারনা মানা হ্যায়’ নামের এক অনুষ্ঠানে আমির বলেন, “যদি সুযোগ আসে, তবে কেন নয়! অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই।”

২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর থেকে বিতর্কিত হলেও, আমিরের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই বাঁহাতি পেসার ব্রিটিশ পাসপোর্ট পেলে আইপিএলে খেলার সুযোগ পাবেন। জানা গেছে, তার স্ত্রী নারজিস ব্রিটিশ নাগরিক হওয়ায়, তিনি নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন।

অনুষ্ঠানে আমিরকে জিজ্ঞাসা করা হয়, আইপিএলে খেললে পাকিস্তানে কেমন প্রতিক্রিয়া হবে? জবাবে তিনি বলেন, “পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও, সাবেক তারকারা ধারাভাষ্য দিয়েছেন এবং কোচও ছিলেন।” তার বক্তব্য মূলত ওয়াসিম আকরাম ও রমিজ রাজার দিকে ইঙ্গিত করছিল, যারা পূর্বে আইপিএলে বিভিন্ন ভূমিকায় যুক্ত ছিলেন।

ওয়াসিম আকরাম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ ছিলেন, অন্যদিকে রমিজ রাজা ধারাভাষ্যকার হিসেবে আইপিএলে কাজ করেছেন। আমিরের মতে, যদি সাবেকরা অংশ নিতে পারেন, তবে তিনিও আইপিএলে খেলার সুযোগ পেতে পারেন।

অবশ্য আমিরের স্বপ্নের দলে নাম রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র। তিনি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পাওয়ার স্মৃতি তুলে ধরে বলেন, “বিরাট অসাধারণ। তিনি প্রতিভার কদর করেন। আমি তার উপহারে সত্যিই অভিভূত হয়েছিলাম।”

অনুষ্ঠানে থাকা আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ বলেন, “আরসিবির ব্যাটিং শক্তিশালী হলেও, তাদের দুর্বলতা সবসময় বোলিং। আমির যদি দলে যোগ দেন, তবে তারা প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিততে পারে।”

তবে আমিরের আইপিএলে খেলা এখনো অনিশ্চিত। তার নাগরিকত্ব প্রক্রিয়া সম্পন্ন না হলে, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এখন দেখার বিষয়, পাকিস্তানের এই সাবেক তারকা সত্যিই আইপিএলে জায়গা পান কি না!

নিউজটি শেয়ার করুন

আইপিএলে খেলার স্বপ্ন, ব্রিটিশ নাগরিকত্বের অপেক্ষায় মোহাম্মদ আমির

আপডেট সময় ০৫:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ খেলার স্বপ্ন দেখছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তবে পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি না থাকায়, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি ‘হারনা মানা হ্যায়’ নামের এক অনুষ্ঠানে আমির বলেন, “যদি সুযোগ আসে, তবে কেন নয়! অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই।”

২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর থেকে বিতর্কিত হলেও, আমিরের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই বাঁহাতি পেসার ব্রিটিশ পাসপোর্ট পেলে আইপিএলে খেলার সুযোগ পাবেন। জানা গেছে, তার স্ত্রী নারজিস ব্রিটিশ নাগরিক হওয়ায়, তিনি নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন।

অনুষ্ঠানে আমিরকে জিজ্ঞাসা করা হয়, আইপিএলে খেললে পাকিস্তানে কেমন প্রতিক্রিয়া হবে? জবাবে তিনি বলেন, “পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও, সাবেক তারকারা ধারাভাষ্য দিয়েছেন এবং কোচও ছিলেন।” তার বক্তব্য মূলত ওয়াসিম আকরাম ও রমিজ রাজার দিকে ইঙ্গিত করছিল, যারা পূর্বে আইপিএলে বিভিন্ন ভূমিকায় যুক্ত ছিলেন।

ওয়াসিম আকরাম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ ছিলেন, অন্যদিকে রমিজ রাজা ধারাভাষ্যকার হিসেবে আইপিএলে কাজ করেছেন। আমিরের মতে, যদি সাবেকরা অংশ নিতে পারেন, তবে তিনিও আইপিএলে খেলার সুযোগ পেতে পারেন।

অবশ্য আমিরের স্বপ্নের দলে নাম রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র। তিনি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পাওয়ার স্মৃতি তুলে ধরে বলেন, “বিরাট অসাধারণ। তিনি প্রতিভার কদর করেন। আমি তার উপহারে সত্যিই অভিভূত হয়েছিলাম।”

অনুষ্ঠানে থাকা আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ বলেন, “আরসিবির ব্যাটিং শক্তিশালী হলেও, তাদের দুর্বলতা সবসময় বোলিং। আমির যদি দলে যোগ দেন, তবে তারা প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিততে পারে।”

তবে আমিরের আইপিএলে খেলা এখনো অনিশ্চিত। তার নাগরিকত্ব প্রক্রিয়া সম্পন্ন না হলে, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এখন দেখার বিষয়, পাকিস্তানের এই সাবেক তারকা সত্যিই আইপিএলে জায়গা পান কি না!