ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামী নির্বাচন: সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন নেপালের কাঠমান্ডুতে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিশাল মিছিল, রাজনীতির প্রতি হতাশ জনতা শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েও আশা ছাড়ছে না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলার নিষ্পত্তির দাবি, ন্যায়বিচারের দাবিতে তীব্র প্রতিবাদ কারা অধিদপ্তরে শৃঙ্খলা ভঙ্গের কঠোর শাস্তি: চাকরিচ্যুত ১২, বরখাস্ত ৮৪ কর্মকর্তা পাচার হওয়া টাকা ফেরাতে নতুন আইন আসছে শিগগিরই: প্রেস সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১.৪০ বিলিয়ন ডলার- রেমিট্যান্স প্রবাহ অব্যাহত, অর্থনীতিতে স্বস্তি মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন: ফায়ার সার্ভিসের তড়িৎ অভিযানে নিয়ন্ত্রণ রাঙামাটিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ: ৫ দফা দাবিতে উত্তাল প্রতিবাদ সমাবেশ ডিসেম্বরে জাতীয় নির্বাচন: প্রস্তুতিতে ব্যস্ত, নির্বাচনী সূচি অটল রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন

আগামী ১২ সপ্তাহে দাবির বাস্তবায়নের আশ্বাস

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের কর্মবিরতি স্থগিত

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

বিশেষজ্ঞ চিকিৎসকদের বিক্ষোভ কর্মসূচি শেষ হয়ে গেছে। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম তাদের কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দেয়। ফোরামের সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডা. সায়েদুর রহমানের আশ্বাসের পরই চিকিৎসকরা তাদের আন্দোলন স্থগিত করেন।

এদিন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাগান গেটে চিকিৎসকরা একটি মৌন মিছিল বের করেন। সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি চিকিৎসকদের ধৈর্য ধরতে বলেন এবং ১২ সপ্তাহের মধ্যে তাদের দাবির বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরপরই কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেন তারা।

ডা. সায়েদুর রহমান চিকিৎসকদের আশ্বাস দিয়ে জানান, “আগামী ১২ সপ্তাহের মধ্যে, পদোন্নতি ও বৈষম্য দূরীকরণসহ সব দাবির সমাধান করা হবে।” তিনি বলেন, “এই প্রক্রিয়া শেষ হতে ২০-২৫ কার্যদিবস সময় লাগবে। তবে আমরা সব মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে কাজ করছি।”

চিকিৎসকরা জানিয়েছেন, গত রাতে অধ্যাপক সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক শেষে তারা আশ্বাস পেয়েছেন। প্রথম ধাপে পদোন্নতি প্রক্রিয়া শিগগিরই ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপের কাজ ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌঁছেছে, এবং তৃতীয় ধাপের কাজ চলমান রয়েছে।

তবে, চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি আগামী ৫ সপ্তাহের মধ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখা যায়, তারা আবারও কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

চিকিৎসকদের দাবি-দাওয়া ছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের ন্যায্য পদোন্নতি ও বৈষম্য দূরীকরণ। তাদের আরও দাবি ছিল, ৩ নম্বর গ্রেডে প্রাপ্ত চিকিৎসকদের ২য় ও ১ম গ্রেডে পদোন্নতি প্রদান করা। চিকিৎসকরা একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তাদের দাবিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হয়, তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
৫১৩ বার পড়া হয়েছে

আগামী ১২ সপ্তাহে দাবির বাস্তবায়নের আশ্বাস

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের কর্মবিরতি স্থগিত

আপডেট সময় ০২:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

বিশেষজ্ঞ চিকিৎসকদের বিক্ষোভ কর্মসূচি শেষ হয়ে গেছে। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম তাদের কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দেয়। ফোরামের সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডা. সায়েদুর রহমানের আশ্বাসের পরই চিকিৎসকরা তাদের আন্দোলন স্থগিত করেন।

এদিন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাগান গেটে চিকিৎসকরা একটি মৌন মিছিল বের করেন। সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি চিকিৎসকদের ধৈর্য ধরতে বলেন এবং ১২ সপ্তাহের মধ্যে তাদের দাবির বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরপরই কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেন তারা।

ডা. সায়েদুর রহমান চিকিৎসকদের আশ্বাস দিয়ে জানান, “আগামী ১২ সপ্তাহের মধ্যে, পদোন্নতি ও বৈষম্য দূরীকরণসহ সব দাবির সমাধান করা হবে।” তিনি বলেন, “এই প্রক্রিয়া শেষ হতে ২০-২৫ কার্যদিবস সময় লাগবে। তবে আমরা সব মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে কাজ করছি।”

চিকিৎসকরা জানিয়েছেন, গত রাতে অধ্যাপক সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক শেষে তারা আশ্বাস পেয়েছেন। প্রথম ধাপে পদোন্নতি প্রক্রিয়া শিগগিরই ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপের কাজ ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌঁছেছে, এবং তৃতীয় ধাপের কাজ চলমান রয়েছে।

তবে, চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি আগামী ৫ সপ্তাহের মধ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখা যায়, তারা আবারও কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

চিকিৎসকদের দাবি-দাওয়া ছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের ন্যায্য পদোন্নতি ও বৈষম্য দূরীকরণ। তাদের আরও দাবি ছিল, ৩ নম্বর গ্রেডে প্রাপ্ত চিকিৎসকদের ২য় ও ১ম গ্রেডে পদোন্নতি প্রদান করা। চিকিৎসকরা একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তাদের দাবিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হয়, তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন।