০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন
আগামী ১২ সপ্তাহে দাবির বাস্তবায়নের আশ্বাস

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের কর্মবিরতি স্থগিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 120

ছবি: সংগৃহীত

 

বিশেষজ্ঞ চিকিৎসকদের বিক্ষোভ কর্মসূচি শেষ হয়ে গেছে। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম তাদের কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দেয়। ফোরামের সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডা. সায়েদুর রহমানের আশ্বাসের পরই চিকিৎসকরা তাদের আন্দোলন স্থগিত করেন।

এদিন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাগান গেটে চিকিৎসকরা একটি মৌন মিছিল বের করেন। সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি চিকিৎসকদের ধৈর্য ধরতে বলেন এবং ১২ সপ্তাহের মধ্যে তাদের দাবির বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরপরই কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেন তারা।

বিজ্ঞাপন

ডা. সায়েদুর রহমান চিকিৎসকদের আশ্বাস দিয়ে জানান, “আগামী ১২ সপ্তাহের মধ্যে, পদোন্নতি ও বৈষম্য দূরীকরণসহ সব দাবির সমাধান করা হবে।” তিনি বলেন, “এই প্রক্রিয়া শেষ হতে ২০-২৫ কার্যদিবস সময় লাগবে। তবে আমরা সব মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে কাজ করছি।”

চিকিৎসকরা জানিয়েছেন, গত রাতে অধ্যাপক সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক শেষে তারা আশ্বাস পেয়েছেন। প্রথম ধাপে পদোন্নতি প্রক্রিয়া শিগগিরই ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপের কাজ ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌঁছেছে, এবং তৃতীয় ধাপের কাজ চলমান রয়েছে।

তবে, চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি আগামী ৫ সপ্তাহের মধ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখা যায়, তারা আবারও কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

চিকিৎসকদের দাবি-দাওয়া ছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের ন্যায্য পদোন্নতি ও বৈষম্য দূরীকরণ। তাদের আরও দাবি ছিল, ৩ নম্বর গ্রেডে প্রাপ্ত চিকিৎসকদের ২য় ও ১ম গ্রেডে পদোন্নতি প্রদান করা। চিকিৎসকরা একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তাদের দাবিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হয়, তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

আগামী ১২ সপ্তাহে দাবির বাস্তবায়নের আশ্বাস

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের কর্মবিরতি স্থগিত

আপডেট সময় ০২:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

বিশেষজ্ঞ চিকিৎসকদের বিক্ষোভ কর্মসূচি শেষ হয়ে গেছে। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম তাদের কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দেয়। ফোরামের সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডা. সায়েদুর রহমানের আশ্বাসের পরই চিকিৎসকরা তাদের আন্দোলন স্থগিত করেন।

এদিন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাগান গেটে চিকিৎসকরা একটি মৌন মিছিল বের করেন। সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি চিকিৎসকদের ধৈর্য ধরতে বলেন এবং ১২ সপ্তাহের মধ্যে তাদের দাবির বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরপরই কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেন তারা।

বিজ্ঞাপন

ডা. সায়েদুর রহমান চিকিৎসকদের আশ্বাস দিয়ে জানান, “আগামী ১২ সপ্তাহের মধ্যে, পদোন্নতি ও বৈষম্য দূরীকরণসহ সব দাবির সমাধান করা হবে।” তিনি বলেন, “এই প্রক্রিয়া শেষ হতে ২০-২৫ কার্যদিবস সময় লাগবে। তবে আমরা সব মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে কাজ করছি।”

চিকিৎসকরা জানিয়েছেন, গত রাতে অধ্যাপক সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক শেষে তারা আশ্বাস পেয়েছেন। প্রথম ধাপে পদোন্নতি প্রক্রিয়া শিগগিরই ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপের কাজ ইতোমধ্যে স্বাস্থ্য অধিদফতর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌঁছেছে, এবং তৃতীয় ধাপের কাজ চলমান রয়েছে।

তবে, চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি আগামী ৫ সপ্তাহের মধ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখা যায়, তারা আবারও কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

চিকিৎসকদের দাবি-দাওয়া ছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের ন্যায্য পদোন্নতি ও বৈষম্য দূরীকরণ। তাদের আরও দাবি ছিল, ৩ নম্বর গ্রেডে প্রাপ্ত চিকিৎসকদের ২য় ও ১ম গ্রেডে পদোন্নতি প্রদান করা। চিকিৎসকরা একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তাদের দাবিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত না হয়, তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন।