ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’: হামাসকে জিম্মিরা মুক্তি না দিলে ভোগ করতে হবে ‘নরকের পরিণতি’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 45

ছবি সংগৃহীত

 

ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ‘নরকের পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই বক্তব্য জানান। ট্রাম্প বলেন, ‘‘ইসরায়েলকে সব প্রয়োজনীয় সহায়তা পাঠানো হয়েছে। আমি যা বলেছি, তা না মানলে হামাসের কোনো সদস্যই নিরাপদ থাকবে না।’’

হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে, যুক্তরাষ্ট্র কখনোই হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি, কারণ তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। ট্রাম্প আরও বলেন, ‘‘যে মুহূর্তে জিম্মিদের মুক্তি না দিলে, তোমাদের জন্য ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে। হামাসকে বলছি, এখনই গাজা ছেড়ে যাও, তোমাদের সামনে এখনও সুযোগ রয়েছে।’’

তিনি গাজার সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, ‘‘তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে যদি জিম্মিদের আটকে না রাখো। কিন্তু যদি এটা চালিয়ে যাও, তাহলে তোমরা শেষ হয়ে যাবে।’’ মুক্তি পাওয়া কয়েকজন জিম্মি সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যার পরেই এই হুঁশিয়ারি দেওয়া হয়।

ওদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টায় ইসরায়েলের সঙ্গে পরামর্শ করা হয়েছে এবং হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় বসা হয়েছে। ইসরায়েল জানায়, গাজায় বর্তমানে ৫৯ জন জিম্মি রয়েছেন, যার মধ্যে ২৪ জনকে জীবিত থাকতে আশা করা হচ্ছে। তাদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’: হামাসকে জিম্মিরা মুক্তি না দিলে ভোগ করতে হবে ‘নরকের পরিণতি’

আপডেট সময় ০১:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ‘নরকের পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই বক্তব্য জানান। ট্রাম্প বলেন, ‘‘ইসরায়েলকে সব প্রয়োজনীয় সহায়তা পাঠানো হয়েছে। আমি যা বলেছি, তা না মানলে হামাসের কোনো সদস্যই নিরাপদ থাকবে না।’’

হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে, যুক্তরাষ্ট্র কখনোই হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি, কারণ তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। ট্রাম্প আরও বলেন, ‘‘যে মুহূর্তে জিম্মিদের মুক্তি না দিলে, তোমাদের জন্য ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে। হামাসকে বলছি, এখনই গাজা ছেড়ে যাও, তোমাদের সামনে এখনও সুযোগ রয়েছে।’’

তিনি গাজার সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, ‘‘তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে যদি জিম্মিদের আটকে না রাখো। কিন্তু যদি এটা চালিয়ে যাও, তাহলে তোমরা শেষ হয়ে যাবে।’’ মুক্তি পাওয়া কয়েকজন জিম্মি সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যার পরেই এই হুঁশিয়ারি দেওয়া হয়।

ওদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টায় ইসরায়েলের সঙ্গে পরামর্শ করা হয়েছে এবং হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় বসা হয়েছে। ইসরায়েল জানায়, গাজায় বর্তমানে ৫৯ জন জিম্মি রয়েছেন, যার মধ্যে ২৪ জনকে জীবিত থাকতে আশা করা হচ্ছে। তাদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন।