ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’: হামাসকে জিম্মিরা মুক্তি না দিলে ভোগ করতে হবে ‘নরকের পরিণতি’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 77

ছবি সংগৃহীত

 

ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ‘নরকের পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই বক্তব্য জানান। ট্রাম্প বলেন, ‘‘ইসরায়েলকে সব প্রয়োজনীয় সহায়তা পাঠানো হয়েছে। আমি যা বলেছি, তা না মানলে হামাসের কোনো সদস্যই নিরাপদ থাকবে না।’’

হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে, যুক্তরাষ্ট্র কখনোই হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি, কারণ তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। ট্রাম্প আরও বলেন, ‘‘যে মুহূর্তে জিম্মিদের মুক্তি না দিলে, তোমাদের জন্য ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে। হামাসকে বলছি, এখনই গাজা ছেড়ে যাও, তোমাদের সামনে এখনও সুযোগ রয়েছে।’’

তিনি গাজার সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, ‘‘তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে যদি জিম্মিদের আটকে না রাখো। কিন্তু যদি এটা চালিয়ে যাও, তাহলে তোমরা শেষ হয়ে যাবে।’’ মুক্তি পাওয়া কয়েকজন জিম্মি সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যার পরেই এই হুঁশিয়ারি দেওয়া হয়।

ওদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টায় ইসরায়েলের সঙ্গে পরামর্শ করা হয়েছে এবং হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় বসা হয়েছে। ইসরায়েল জানায়, গাজায় বর্তমানে ৫৯ জন জিম্মি রয়েছেন, যার মধ্যে ২৪ জনকে জীবিত থাকতে আশা করা হচ্ছে। তাদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’: হামাসকে জিম্মিরা মুক্তি না দিলে ভোগ করতে হবে ‘নরকের পরিণতি’

আপডেট সময় ০১:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ‘নরকের পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই বক্তব্য জানান। ট্রাম্প বলেন, ‘‘ইসরায়েলকে সব প্রয়োজনীয় সহায়তা পাঠানো হয়েছে। আমি যা বলেছি, তা না মানলে হামাসের কোনো সদস্যই নিরাপদ থাকবে না।’’

হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে, যুক্তরাষ্ট্র কখনোই হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি, কারণ তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। ট্রাম্প আরও বলেন, ‘‘যে মুহূর্তে জিম্মিদের মুক্তি না দিলে, তোমাদের জন্য ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে। হামাসকে বলছি, এখনই গাজা ছেড়ে যাও, তোমাদের সামনে এখনও সুযোগ রয়েছে।’’

তিনি গাজার সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, ‘‘তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে যদি জিম্মিদের আটকে না রাখো। কিন্তু যদি এটা চালিয়ে যাও, তাহলে তোমরা শেষ হয়ে যাবে।’’ মুক্তি পাওয়া কয়েকজন জিম্মি সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যার পরেই এই হুঁশিয়ারি দেওয়া হয়।

ওদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টায় ইসরায়েলের সঙ্গে পরামর্শ করা হয়েছে এবং হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় বসা হয়েছে। ইসরায়েল জানায়, গাজায় বর্তমানে ৫৯ জন জিম্মি রয়েছেন, যার মধ্যে ২৪ জনকে জীবিত থাকতে আশা করা হচ্ছে। তাদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন।