ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 25

ছবি সংগৃহীত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। বঙ্গভবনে, বুধবার বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি শপথ করেন। মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ শপথ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এবার সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। সি আর আবরার দায়িত্ব গ্রহণের পর, ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধুমাত্র পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

এই পরিবর্তন সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে জানান, তারা আশা করছেন সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন। দীর্ঘদিন ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব একসাথে রাখার বিষয়টি চাচ্ছিলেন না। পরিকল্পনা মন্ত্রণালয় অত্যন্ত বড় একটি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাজও বড়, যা একসাথে পরিচালনা করা চ্যালেঞ্জিং হতে পারে। তাই সি আর আবরারের আগমন সরকারের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের মুখে, ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর বিভিন্ন সময়ে নতুন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বর্তমানে ২৩ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সক্রিয় রয়েছে।

এটি একটি গুরুত্বপূর্ণ সময়, যখন সরকারের নতুন উপদেষ্টার পদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে আরও দক্ষ এবং সমন্বিত করার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

আপডেট সময় ০২:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। বঙ্গভবনে, বুধবার বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি শপথ করেন। মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ শপথ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এবার সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। সি আর আবরার দায়িত্ব গ্রহণের পর, ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধুমাত্র পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

এই পরিবর্তন সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে জানান, তারা আশা করছেন সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন। দীর্ঘদিন ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব একসাথে রাখার বিষয়টি চাচ্ছিলেন না। পরিকল্পনা মন্ত্রণালয় অত্যন্ত বড় একটি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাজও বড়, যা একসাথে পরিচালনা করা চ্যালেঞ্জিং হতে পারে। তাই সি আর আবরারের আগমন সরকারের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের মুখে, ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর বিভিন্ন সময়ে নতুন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বর্তমানে ২৩ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সক্রিয় রয়েছে।

এটি একটি গুরুত্বপূর্ণ সময়, যখন সরকারের নতুন উপদেষ্টার পদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে আরও দক্ষ এবং সমন্বিত করার চেষ্টা করা হচ্ছে।