০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমালো কানাডা খালে পড়ে ট্রাক, পাকিস্তানে একই পরিবারের ১৪ জনের মৃত্যু সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০ ঢাকায় আংশিক মেঘলা ও কুয়াশার সম্ভাবনা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ ঢাকায় সকাল কুয়াশা, দিনের বেলা শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 124

ছবি সংগৃহীত

 

২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রবর্তিত ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তে, মন্ত্রণালয় প্রতি শ্রেণিতে একটি করে অতিরিক্ত আসন সংরক্ষণের নির্দেশনা দিয়েছে।

এ সিদ্ধান্ত সোমবার (৩ মার্চ) এক প্রজ্ঞাপনে জানানো হয় এবং মঙ্গলবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব (মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তার গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের নতুন আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসে গণ-অভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে হবে। পূর্ববর্তী আদেশটি ২০ ফেব্রুয়ারির পর বাতিল করা হয়েছে।

নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়, নিহত বা আহত পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত আসন সংখ্যা ছাড়াও প্রতি শ্রেণিতে ১টি করে অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে। এই ভর্তির জন্য সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবং ভর্তির সময় মূল কপিও প্রদর্শন করতে হবে।

এছাড়াও, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইস্যুকৃত শহিদদের গেজেট যাচাই করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি কোনো আহত বা শহিদ পরিবারের সদস্য না পাওয়া যায়, তবে মেধা তালিকার ভিত্তিতে ওই আসনে ভর্তি করা হবে। মন্ত্রণালয় সাফ জানিয়েছে, কোনো অবস্থায় ওই আসন শূন্য রাখা যাবে না।

এই নতুন আদেশে একদিকে আহত ও শহিদ পরিবারের জন্য আরও সুযোগ তৈরি হলো, অন্যদিকে, ভর্তি প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ করার দিকে এক ধাপ এগোল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় ০৫:৪৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

 

২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রবর্তিত ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তে, মন্ত্রণালয় প্রতি শ্রেণিতে একটি করে অতিরিক্ত আসন সংরক্ষণের নির্দেশনা দিয়েছে।

এ সিদ্ধান্ত সোমবার (৩ মার্চ) এক প্রজ্ঞাপনে জানানো হয় এবং মঙ্গলবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব (মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তার গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের নতুন আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসে গণ-অভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে হবে। পূর্ববর্তী আদেশটি ২০ ফেব্রুয়ারির পর বাতিল করা হয়েছে।

নতুন নির্দেশনায় উল্লেখ করা হয়, নিহত বা আহত পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত আসন সংখ্যা ছাড়াও প্রতি শ্রেণিতে ১টি করে অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে। এই ভর্তির জন্য সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবং ভর্তির সময় মূল কপিও প্রদর্শন করতে হবে।

এছাড়াও, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইস্যুকৃত শহিদদের গেজেট যাচাই করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি কোনো আহত বা শহিদ পরিবারের সদস্য না পাওয়া যায়, তবে মেধা তালিকার ভিত্তিতে ওই আসনে ভর্তি করা হবে। মন্ত্রণালয় সাফ জানিয়েছে, কোনো অবস্থায় ওই আসন শূন্য রাখা যাবে না।

এই নতুন আদেশে একদিকে আহত ও শহিদ পরিবারের জন্য আরও সুযোগ তৈরি হলো, অন্যদিকে, ভর্তি প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ করার দিকে এক ধাপ এগোল বাংলাদেশ।