ভারতে অনুপ্রবেশের সময় আটক ৭ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

- আপডেট সময় ০১:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 38
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারত প্রবেশের চেষ্টা করা সাত বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে ফিরিয়ে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বুধবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে এসব নাগরিককে হস্তান্তর করা হয়।
তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ সীমান্তের ৭৩০ নম্বর মেইন পিলারের কাছে ৬ নম্বর সাবপিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা সাত বাংলাদেশিকে আটক করেন। আটককৃতদের মধ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়া ইউনিয়নের হরেন বর্মণ (৪০), তাঁর স্ত্রী মমতা রানী (৩৫), ছেলে অজয় কুমার বর্মণ (২১), দেবগঞ্জের শুশান্ত রায় (২২), গড়েয়া এলাকার আশীষ রায় (১৮), এবং দুটি কিশোরও রয়েছেন।
বিএসএফের কাছ থেকে এসব নাগরিকদের ফিরিয়ে নেওয়ার পর, বিজিবি তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির জানিয়েছেন, বিজিবি তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করেছে এবং আজ তাদের আদালতে হাজির করা হবে।
এ ঘটনায় বিজিবি জানিয়েছে, সাতজন বাংলাদেশি ২৪ ফেব্রুয়ারি রাতে কাশিমগঞ্জ সীমান্তের একটি অরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করছিলেন। বিএসএফ তাদের আটক করে এবং পরবর্তীতে বিজিবির মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিজিবির এই সমন্বয় অপারেশন সীমান্তে অনুপ্রবেশের চেষ্টায় নতুন এক নজির স্থাপন করেছে।
এদিকে, বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকটি সীমান্ত এলাকায় সহযোগিতা ও শান্তিপূর্ণ সমাধান প্রতিষ্ঠার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।