ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের দাবিতে তোলপাড়

- আপডেট সময় ১১:১৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 35
কানাডিয়ান নাগরিকত্ব হারাতে পারেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পাঠানো এক পিটিশনে তার নাগরিকত্ব বাতিলের দাবি তোলা হয়েছে।
এই পিটিশনটির উদ্যোগ নিয়েছেন ব্রিটিশ কলম্বিয়ার বাসিন্দা কোয়ালিয়া রিড এবং পৃষ্ঠপোষকতা করছেন এনডিপি এমপি চার্লি অ্যাঙ্গাস। পিটিশনে বলা হয়েছে, মাস্ক কানাডার জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত এবং তার ক্ষমতা ও সম্পদ ব্যবহার করে দেশের নির্বাচনে হস্তক্ষেপ করছেন। আরও অভিযোগ রয়েছে যে, তিনি কানাডার সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা করছেন।
যদিও ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন, তার মা কানাডার সাসকাচেওয়ান প্রদেশের হওয়ায় তিনি কানাডার নাগরিকত্ব লাভ করেন। কিন্তু তার বর্তমান কার্যক্রম কানাডার নিরাপত্তা ও স্বার্থের জন্য ক্ষতিকর বলে মনে করছে পিটিশনের সমর্থকরা।
এখন পর্যন্ত ৫২,১০০ জন কানাডিয়ান পিটিশনে স্বাক্ষর করেছেন, এবং এটি আগামী ২০ জুন হাউস অব কমন্সে উপস্থাপন করা হবে। তবে, সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এই পিটিশনটি মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন সবাই তাকিয়ে আছে, সরকার কী পদক্ষেপ নেবে এই বিতর্কিত পরিস্থিতিতে।