০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES
প্রবাস

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন: ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 260

ছবি সংগৃহীত

 

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশটির সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে অবস্থান করা ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পাসার মেরু মার্কেট কমপ্লেক্সে এই অভিযান অনুষ্ঠিত হয়।

ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা জানিয়েছেন, অভিযানে ৬৩০ জনের কাগজপত্র যাচাই করা হয় এবং বৈধ নথি না থাকায় ৫৯৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮৫ জন বাংলাদেশি, ৫০০ জন মিয়ানমারের, ৭ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে।

এছাড়াও, কিছু অবৈধ অভিবাসী গ্রেপ্তার এড়াতে ‘গেরিলা কৌশল’ ব্যবহার করার খবর পাওয়া গেছে। আটককৃতদের তথ্য সংগ্রহ এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে। তবে, আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

এ অভিযানে সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন, রয়েল ক্লাং সিটি কাউন্সিলের (এমবিডিকে) মেয়র দাতুক আবদ হামিদ হুসেন, জাতীয় নিবন্ধন বিভাগ (এনআরডি) সহ মোট ১৫৩ জন কর্মকর্তার সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।

এই অভিযান স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এর মাধ্যমে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

প্রবাস

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন: ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জন আটক

আপডেট সময় ০৮:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দেশটির সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে অবস্থান করা ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জন বিদেশি নাগরিককে আটক করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পাসার মেরু মার্কেট কমপ্লেক্সে এই অভিযান অনুষ্ঠিত হয়।

ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা জানিয়েছেন, অভিযানে ৬৩০ জনের কাগজপত্র যাচাই করা হয় এবং বৈধ নথি না থাকায় ৫৯৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮৫ জন বাংলাদেশি, ৫০০ জন মিয়ানমারের, ৭ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে।

এছাড়াও, কিছু অবৈধ অভিবাসী গ্রেপ্তার এড়াতে ‘গেরিলা কৌশল’ ব্যবহার করার খবর পাওয়া গেছে। আটককৃতদের তথ্য সংগ্রহ এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে। তবে, আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

এ অভিযানে সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন, রয়েল ক্লাং সিটি কাউন্সিলের (এমবিডিকে) মেয়র দাতুক আবদ হামিদ হুসেন, জাতীয় নিবন্ধন বিভাগ (এনআরডি) সহ মোট ১৫৩ জন কর্মকর্তার সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।

এই অভিযান স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এর মাধ্যমে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।