আমাদের শত্রু অনেক, মোকাবিলায় ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন: মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশের শত্রুর সংখ্যা অসংখ্য এবং তারা অত্যন্ত শক্তিশালী। তবে, মিত্র খুব কম। আমাদের উদ্দেশ্য হলো, মিত্রতা বৃদ্ধি করে শত্রুদের পরাজিত করা, যা দেশের জনগণের জন্য লাভজনক হবে। বুধবার ভোরে, ‘জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে’ শিরোনামে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
মাহফুজ আলম বলেন, ‘‘গণ-অভ্যুত্থান এবং সকল শক্তির ঐক্যই আমাদের লক্ষ্য। আমাদের সামনে ঐতিহাসিক ব্লক গঠনের সুযোগ ছিল, এবং এখনও তা সম্ভব। ফ্যাসিবাদবিরোধী এবং বাংলাদেশপন্থী জনগণের মধ্যে রাজনৈতিকভাবে ইতিবাচক প্রতিযোগিতা চলতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘কোনভাবেই ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে স্থান দেওয়া যাবে না। এ অভ্যুত্থান সবার, এবং এজন্যই আমি মিডিয়ার তৈরি করা ‘মাস্টারমাইন্ড’ নামে গুজবকে শুরু থেকেই প্রত্যাখ্যান করেছি। আমরা যারা সিদ্ধান্ত গ্রহণ করতাম, তারা প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের মতামত নিয়ে বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতাম।’’
তিনি জোর দিয়ে বলেন, ‘‘এটা আমাদের সামষ্টিক কৌশলগত সক্ষমতার ফলস্বরূপ। জনগণও জানে যে তারা শুধুমাত্র ‘উচ্চ’ নেতৃত্বকে অনুসরণ করেনি, বরং মাদ্রাসা, স্কুল, কলেজসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদেরকেও তারা বিশ্বাসযোগ্য নেতৃত্ব হিসেবে গ্রহণ করেছে।’’
মাহফুজ আলম সবাইকে মধ্যবর্তী অবস্থান ধরে এগিয়ে চলার আহ্বান জানান। তবে, তিনি সতর্ক করে বলেন, ‘‘সবার সঙ্গে এগিয়ে যেতে হবে, কিন্তু অন্তর্ঘাতকারীদের (স্যাবাটার) বাদ দিয়ে।’’ তিনি বলেন, ‘‘রাজনীতিতে অন্তর্ভুক্তির শর্ত হলো, একে অপরের প্রতি সম্মান ও নৈতিকতা বজায় রাখা।’’