শিরোনাম :
খেলার খবর
চ্যাম্পিয়নস ট্রফি: এক নজরে দেখে নিন সকল ম্যাচের সময় সূচি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে, যেখানে আটটি দল অংশ নেবে। প্রতিটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে লিগ ভিত্তিক প্রথম পর্ব। গ্রুপ শীর্ষ দুই দল সেমিফাইনালে পৌঁছাবে, এরপর ফাইনাল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। ফাইনাল ৯ মার্চ, তবে লাহোরের পরিবর্তে এটি অনুষ্ঠিত হবে দুবাইতে, ভারত ফাইনালে পৌঁছালে।
কোন দলে কোন গ্রুপে
গ্রুপ ‘এ’: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড
গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি-সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
১৯ ফেব্রুয়ারি | পাকিস্তান–নিউজিল্যান্ড | করাচি | বেলা ৩টা |
২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ–ভারত | দুবাই | বেলা ৩টা |
২১ ফেব্রুয়ারি | আফগানিস্তান–দক্ষিণ আফ্রিকা | করাচি | বেলা ৩টা |
২২ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া–ইংল্যান্ড | লাহোর | বেলা ৩টা |
২৩ ফেব্রুয়ারি | পাকিস্তান–ভারত | দুবাই | বেলা ৩টা |
২৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ–নিউজিল্যান্ড | রাওয়ালপিন্ডি | বেলা ৩টা |
২৫ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা | রাওয়ালপিন্ডি | বেলা ৩টা |
২৬ ফেব্রুয়ারি | আফগানিস্তান–ইংল্যান্ড | লাহোর | বেলা ৩টা |
২৭ ফেব্রুয়ারি | বাংলাদেশ–পাকিস্তান | রাওয়ালপিন্ডি | বেলা ৩টা |
২৮ ফেব্রুয়ারি | আফগানিস্তান–অস্ট্রেলিয়া | লাহোর | বেলা ৩টা |
১ মার্চ | দক্ষিণ আফ্রিকা–ইংল্যান্ড | করাচি | বেলা ৩টা |
২ মার্চ | নিউজিল্যান্ড–ভারত | দুবাই | বেলা ৩টা |
৪ মার্চ | ১ম সেমিফাইনাল | দুবাই | বেলা ৩টা |
৫ মার্চ | ২য় সেমিফাইনাল | লাহোর | বেলা ৩টা |
৯ মার্চ | ফাইনাল | লাহোর/দুবাই | বেলা ৩টা |