প্রবাসের খবর
মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী গ্রেপ্তার

- আপডেট সময় ০৭:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 61
মালয়েশিয়ায় বসবাসের জন্য বৈধ কাগজপত্র না থাকার কারণে ১০৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৭৭ জন বাংলাদেশি, ১৬ জন ইন্দোনেশিয়ার পুরুষ, ৭ জন ইন্দোনেশিয়ার নারী, ২ জন মিয়ানমারের পুরুষ, ২ জন পাকিস্তানি পুরুষ এবং ১ জন ভারতীয় পুরুষ রয়েছেন।
১৬ ফেব্রুয়ারি, রোববার রাতে দেশটির জোহর রাজ্যে একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের আটক করা হয়। অভিযানে মোট ৩২৯ জন অভিবাসীর বৈধতা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১০৫ জনের কাগজপত্র ছিল না।
জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার কর্মকর্তারা। তারা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) অনুযায়ী অপরাধে জড়িত অভিবাসীদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করছিলেন, যা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি) ধারায় অপরাধ হিসেবে গণ্য হয়। তাদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে। গ্রেপ্তার হওয়া এই অভিবাসীদের পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলবে।
এছাড়া, বৈধ ভ্রমণ কাগজপত্র ছাড়াই বিদেশি কর্মী নিয়োগকারী নিয়োগকর্তা এবং মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা প্রদান করেছেন দাতুক মোহাম্মদ রুশদি।