ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সামরিক শক্তি প্রদর্শনে শুরু হচ্ছে বৃহৎ মহড়া তাসমান সাগরে চীনের সামরিক মহড়া, উড়োজাহাজের রুট পরিবর্তন ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার! রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ সুনামগঞ্জে শিরনি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, ৩০ জন আহত পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান তেঁতুল কাঠের ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেলের পুষ্টিগুণ, উপকারিতা ও চেনার উপায় ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

ছাত্র আন্দোলনে হামলা: বিশেষ অভিযানে চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৩৯

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার বেলা ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন হচ্ছেন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেত্রী ও ঘাতক দালাল নিমূল কমিটির মহিলা ও শিশু বিষয়ক সহসম্পাদক কানিজ ফাতেমা লিমা, বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ, সদরঘাট হকার্স লীগের সভাপতি মো. মাসুম, পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন আশিক, বায়েজিদ বোস্তামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল বাতেন, এবং ডবলমুরিং থানার সেচ্ছাসেবক লীগের সংগঠক মো. গোলাম শরিফ তুষার।

এছাড়া, খুলশী থানার যুবলীগের সহ-সভাপতি মো. সুমন, বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক লীগের সভাপতি বিপ্লব কুমার দাস, ও ইসলামিয়া কলেজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহসম্পাদক মো. রাকিবও গ্রেপ্তার হওয়া ৩৯ জনের মধ্যে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা আইনানুগভাবে তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
৫১৭ বার পড়া হয়েছে

ছাত্র আন্দোলনে হামলা: বিশেষ অভিযানে চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৩৯

আপডেট সময় ০৫:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার বেলা ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন যে, অভিযুক্তদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন হচ্ছেন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেত্রী ও ঘাতক দালাল নিমূল কমিটির মহিলা ও শিশু বিষয়ক সহসম্পাদক কানিজ ফাতেমা লিমা, বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ, সদরঘাট হকার্স লীগের সভাপতি মো. মাসুম, পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন আশিক, বায়েজিদ বোস্তামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল বাতেন, এবং ডবলমুরিং থানার সেচ্ছাসেবক লীগের সংগঠক মো. গোলাম শরিফ তুষার।

এছাড়া, খুলশী থানার যুবলীগের সহ-সভাপতি মো. সুমন, বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক লীগের সভাপতি বিপ্লব কুমার দাস, ও ইসলামিয়া কলেজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহসম্পাদক মো. রাকিবও গ্রেপ্তার হওয়া ৩৯ জনের মধ্যে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা আইনানুগভাবে তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।