০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল
সারাদেশ

সিএনজি অটোরিকশাচালকদের জরিমানা ও কারাদণ্ডের নির্দেশনা প্রত্যাহার করল বিআরটিএ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 70

ছবি সংগৃহীত

 

ঢাকা শহরে সিএনজি অটোরিকশা চালকদের ব্যাপক আন্দোলনের পর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গ্যাস বা পেট্রোলচালিত চার স্ট্রোক থ্রি-হুইলার যানবাহনের বিরুদ্ধে জারি করা জরিমানা ও মামলার আদেশ বাতিল করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিআরটিএ কর্তৃক ইস্যু করা সাম্প্রতিক নির্দেশনা বাতিল করা হয়েছে। একই সঙ্গে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যান চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়।

বিজ্ঞাপন

এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সিএনজি চালকদের বিক্ষোভের কারণে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে রামপুরা, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো ব্যস্ত এলাকায় অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হন।

সিএনজি চালকদের দাবি, নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মিটার ভাড়ার চেয়ে বেশি টাকা নিলে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছিল, যা তাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি বিআরটিএ নির্দেশনা জারি করে জানায়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী, রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশা চালকদের যেকোনো গন্তব্যে যেতে হবে এবং মিটারের চেয়ে বেশি ভাড়া নেওয়া যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান ছিল। পাশাপাশি চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেওয়ারও নিয়ম ছিল।

তবে চালকদের আন্দোলনের জেরে, অবশেষে বিআরটিএ তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জরিমানা ও মামলার আদেশ প্রত্যাহার করল।

নিউজটি শেয়ার করুন

সারাদেশ

সিএনজি অটোরিকশাচালকদের জরিমানা ও কারাদণ্ডের নির্দেশনা প্রত্যাহার করল বিআরটিএ

আপডেট সময় ০৫:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

 

ঢাকা শহরে সিএনজি অটোরিকশা চালকদের ব্যাপক আন্দোলনের পর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গ্যাস বা পেট্রোলচালিত চার স্ট্রোক থ্রি-হুইলার যানবাহনের বিরুদ্ধে জারি করা জরিমানা ও মামলার আদেশ বাতিল করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিআরটিএ কর্তৃক ইস্যু করা সাম্প্রতিক নির্দেশনা বাতিল করা হয়েছে। একই সঙ্গে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যান চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়।

বিজ্ঞাপন

এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সিএনজি চালকদের বিক্ষোভের কারণে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে রামপুরা, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো ব্যস্ত এলাকায় অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হন।

সিএনজি চালকদের দাবি, নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মিটার ভাড়ার চেয়ে বেশি টাকা নিলে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছিল, যা তাদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি বিআরটিএ নির্দেশনা জারি করে জানায়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী, রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশা চালকদের যেকোনো গন্তব্যে যেতে হবে এবং মিটারের চেয়ে বেশি ভাড়া নেওয়া যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান ছিল। পাশাপাশি চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেওয়ারও নিয়ম ছিল।

তবে চালকদের আন্দোলনের জেরে, অবশেষে বিআরটিএ তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জরিমানা ও মামলার আদেশ প্রত্যাহার করল।