ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার
জাতীয়

তিন দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 39

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তিন দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন। আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সফর করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান কুয়েতের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ জনবল নিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে, অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের ভূমিকা আরও সুসংহত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

আইএসপিআর আরও জানিয়েছে, কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশ-কুয়েত কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয়

তিন দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান

আপডেট সময় ১০:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তিন দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন। আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মধ্যপ্রাচ্যের এই দেশটিতে সফর করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান কুয়েতের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ জনবল নিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে, অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের ভূমিকা আরও সুসংহত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

আইএসপিআর আরও জানিয়েছে, কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশ-কুয়েত কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।