শিরোনাম :
বিএনপি অফিস ভাঙচুর: আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১০:২৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / 119
পটুয়াখালীর দুমকি উপজেলায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় পুলিশ তিনজন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর জোমাদ্দার (৪৯), শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আলী (৫৪), এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মশিউর রহমান বাবু (২৭)।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঢাকা পোস্টকে জানান, “বিএনপি অফিস ভাঙচুরের মামলায় অভিযুক্তদের আটক করা হয়েছে।”




















