ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়োজন অনুযায়ী টিসিবির কার্ড প্রদান করবে সরকার

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট যে কাজ করেছে, আমরা তা করবো না। তাদের কর্মকাণ্ড করলে আমাদের মধ্যে পার্থক্য থাকবে না।” তিনি নিশ্চিত করেছেন যে, শুধু যার প্রয়োজন, তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টিসিবির কার্ড অ্যাক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, “বিদ্যমান চ্যালেঞ্জগুলো সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে সমাধান করবো। আমরা ফ্যাসিবাদের থেকে আলাদা হতে চাই। আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে।”

তিনি জানান, কার্ড সংশোধন করা হবে এবং কার্ডের সংখ্যা এক কোটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। দুটো কাজই দ্রুত সম্পন্ন করতে চান।

বাণিজ্য উপদেষ্টা কর্মকর্তাদের নির্দেশনা দেন, কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিভাজন যেন না করা হয়। তিনি বলেন, “স্থানীয়ভাবে ফ্যাসাদ তৈরির চেষ্টা করবেন না। যার প্রয়োজন, তাকেই কার্ডের আওতায় আনুন। শুধু যোগ্য ব্যক্তিদেরই কার্ড দেওয়া হবে, এবং তার দায় পরিপূর্ণভাবে নিতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
৫১৭ বার পড়া হয়েছে

প্রয়োজন অনুযায়ী টিসিবির কার্ড প্রদান করবে সরকার

আপডেট সময় ১০:০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে। তিনি বলেন, “ফ্যাসিস্ট যে কাজ করেছে, আমরা তা করবো না। তাদের কর্মকাণ্ড করলে আমাদের মধ্যে পার্থক্য থাকবে না।” তিনি নিশ্চিত করেছেন যে, শুধু যার প্রয়োজন, তাকেই টিসিবির কার্ডের আওতায় আনা হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টিসিবির কার্ড অ্যাক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, “বিদ্যমান চ্যালেঞ্জগুলো সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে সমাধান করবো। আমরা ফ্যাসিবাদের থেকে আলাদা হতে চাই। আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে।”

তিনি জানান, কার্ড সংশোধন করা হবে এবং কার্ডের সংখ্যা এক কোটিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। দুটো কাজই দ্রুত সম্পন্ন করতে চান।

বাণিজ্য উপদেষ্টা কর্মকর্তাদের নির্দেশনা দেন, কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিভাজন যেন না করা হয়। তিনি বলেন, “স্থানীয়ভাবে ফ্যাসাদ তৈরির চেষ্টা করবেন না। যার প্রয়োজন, তাকেই কার্ডের আওতায় আনুন। শুধু যোগ্য ব্যক্তিদেরই কার্ড দেওয়া হবে, এবং তার দায় পরিপূর্ণভাবে নিতে হবে।”