১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক: ট্রাম্পের নতুন পদক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 117

ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, বিশ্বের যেকোনো দেশ থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা সোমবার দেওয়া হবে, জানিয়েছেন ট্রাম্প। তিনি আরও জানান, চলতি সপ্তাহেই এই পদক্ষেপ কার্যকর হবে।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প তার প্রথম মেয়াদেও একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের শিল্পকারখানাগুলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে অনৈতিক প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে, তাই দেশের শিল্পের স্বার্থে এই শুল্ক আরোপের প্রয়োজনীয়তা রয়েছে।

বিজ্ঞাপন

এবারের শুল্ক প্রযোজ্য হবে সব দেশ থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামে। ট্রাম্প তার বক্তব্যে উল্লেখ করেন, কানাডা, ব্রাজিল, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে ইস্পাত আমদানি হয়। তিনি বলেন, আমদানিকারক দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষেত্রে পারস্পরিক শুল্ক আরোপ করবেন যুক্তরাষ্ট্র, অর্থাৎ, এক দেশের পদক্ষেপের জবাবে অন্য দেশও একই পদক্ষেপ গ্রহণ করবে।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কও উত্তপ্ত। ট্রাম্প চীনের পণ্যগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার ফলে দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হতে পারে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক: ট্রাম্পের নতুন পদক্ষেপ

আপডেট সময় ০১:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, বিশ্বের যেকোনো দেশ থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা সোমবার দেওয়া হবে, জানিয়েছেন ট্রাম্প। তিনি আরও জানান, চলতি সপ্তাহেই এই পদক্ষেপ কার্যকর হবে।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প তার প্রথম মেয়াদেও একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের শিল্পকারখানাগুলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে অনৈতিক প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে, তাই দেশের শিল্পের স্বার্থে এই শুল্ক আরোপের প্রয়োজনীয়তা রয়েছে।

বিজ্ঞাপন

এবারের শুল্ক প্রযোজ্য হবে সব দেশ থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামে। ট্রাম্প তার বক্তব্যে উল্লেখ করেন, কানাডা, ব্রাজিল, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে ইস্পাত আমদানি হয়। তিনি বলেন, আমদানিকারক দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষেত্রে পারস্পরিক শুল্ক আরোপ করবেন যুক্তরাষ্ট্র, অর্থাৎ, এক দেশের পদক্ষেপের জবাবে অন্য দেশও একই পদক্ষেপ গ্রহণ করবে।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কও উত্তপ্ত। ট্রাম্প চীনের পণ্যগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার ফলে দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হতে পারে।