ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 50

 

আফ্রিকার দেশ সোমালিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ হামলা পরিকল্পনাকারীসহ সন্ত্রাসীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার অনুমোদন দেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, “এই সন্ত্রাসীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করছিল। আমাদের হামলা সেই লুকানোর জায়গাগুলো ধ্বংস করেছে এবং বেসামরিক জনগণের ক্ষতি না করেই বহু সন্ত্রাসীকে নির্মূল করেছে।” তবে তিনি হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা নিহতদের পরিচয় প্রকাশ করেননি।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে জানান, সোমালিয়ার উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় চালানো এই হামলায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো সাধারণ নাগরিকের ক্ষতি হয়নি।
সন্ত্রাস দমনে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, “আইএস বা যে কেউ যারা আমেরিকানদের ওপর হামলার পরিকল্পনা করছে, তাদের জন্য পরিষ্কার বার্তা আমরা তোমাদের খুঁজে বের করব এবং ধ্বংস করব।”

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরাক ও সিরিয়ায় আইএসের উত্থান ঘটে গত দশকে। যদিও বর্তমানে তাদের শক্তি কমে এসেছে, তবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সংগঠনটির বিস্তার ঘটছে। ২০১৫ সালে আল-কায়েদার সংশ্লিষ্ট গোষ্ঠী আল-শাবাব থেকে কিছু বিচ্ছিন্ন সদস্য সোমালিয়ায় আইএসের একটি শাখা গড়ে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে জঙ্গি দমনে অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আপডেট সময় ০২:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

 

আফ্রিকার দেশ সোমালিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ হামলা পরিকল্পনাকারীসহ সন্ত্রাসীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার অনুমোদন দেন বলে জানিয়েছেন তিনি নিজেই।

ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, “এই সন্ত্রাসীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করছিল। আমাদের হামলা সেই লুকানোর জায়গাগুলো ধ্বংস করেছে এবং বেসামরিক জনগণের ক্ষতি না করেই বহু সন্ত্রাসীকে নির্মূল করেছে।” তবে তিনি হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা নিহতদের পরিচয় প্রকাশ করেননি।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে জানান, সোমালিয়ার উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় চালানো এই হামলায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো সাধারণ নাগরিকের ক্ষতি হয়নি।
সন্ত্রাস দমনে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, “আইএস বা যে কেউ যারা আমেরিকানদের ওপর হামলার পরিকল্পনা করছে, তাদের জন্য পরিষ্কার বার্তা আমরা তোমাদের খুঁজে বের করব এবং ধ্বংস করব।”

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরাক ও সিরিয়ায় আইএসের উত্থান ঘটে গত দশকে। যদিও বর্তমানে তাদের শক্তি কমে এসেছে, তবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সংগঠনটির বিস্তার ঘটছে। ২০১৫ সালে আল-কায়েদার সংশ্লিষ্ট গোষ্ঠী আল-শাবাব থেকে কিছু বিচ্ছিন্ন সদস্য সোমালিয়ায় আইএসের একটি শাখা গড়ে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে জঙ্গি দমনে অভিযান পরিচালনা করছে।