ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
অর্থাভাবে থেমে থাকেনি মিমির পথচলা, পাশে দাঁড়ালেন তারেক রহমান ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা নারী ফুটবলারদের বিদ্রোহ: কোচকে বর্জন, জাতীয় দলের ভবিষ্যৎ অনিশ্চিত ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৫, আহত ৪ শিশুসহ ১৬ রাষ্ট্র পুনর্গঠনই দেশের ভবিষ্যৎ, পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্থ হবে সাধারণ মানুষ: তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না পেলে আন্দোলন চলবে, অবরোধ ও অনশনের ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীর ইতালিতে ফেরা নিশ্চিত, আদালতের নির্দেশ কার্যকর সুদানে আরএসএফের হামলায় ৫৪ জন নিহত, আহত শতাধিক অপহরণের প্রকোপ: চার মাসে ৩০২ অপহরণ, উদ্বেগ-আতঙ্কে সাধারণ মানুষ কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলন: জনদুর্ভোগ এড়ানোর আহ্বান

খবরের কথা ডেস্ক

 

বিগত সরকারের সময়ে নানা কারণে চাকরিচ্যুত হওয়া পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ১,৫২২ জন চাকরিচ্যুত পুলিশ সদস্য আবেদন করেছেন, যার মধ্যে ১,০২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই/এটিএসআই, ২০০ জন এসআই/সার্জেন্ট/টিএসআই, ১০ জন ইন্সপেক্টর এবং ২৮ জন অন্যান্য সদস্য রয়েছেন।

তাদের আবেদন পর্যালোচনার জন্য ডিআইজির নেতৃত্বে জনদুর্ভোগ একটি কমিটি কাজ করছে। আবেদনকারীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি, অনেকেই ফৌজদারি, আর্থিক অনিয়ম, নৈতিক স্খলন, আচরণগত সমস্যাসহ বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের কারণে চাকরিচ্যুত হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, ন্যায়বিচারের স্বার্থে আবেদনসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে কিছু আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল ও অ্যাপিলেট ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে।

গত ২৯ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে চাকরিচ্যুত সদস্যরা মানববন্ধন করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনা করে আশ্বস্ত করার পরও তারা রাস্তা অবরোধ করেন, যা নগরবাসীর চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।

পুলিশ হেডকোয়ার্টার্স আন্দোলনরত সদস্যদের আইনিভাবে তাদের দাবি উত্থাপন করতে অনুরোধ জানিয়েছে এবং রাস্তা অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৫১৩ বার পড়া হয়েছে

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলন: জনদুর্ভোগ এড়ানোর আহ্বান

আপডেট সময় ০৫:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

 

বিগত সরকারের সময়ে নানা কারণে চাকরিচ্যুত হওয়া পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ১,৫২২ জন চাকরিচ্যুত পুলিশ সদস্য আবেদন করেছেন, যার মধ্যে ১,০২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই/এটিএসআই, ২০০ জন এসআই/সার্জেন্ট/টিএসআই, ১০ জন ইন্সপেক্টর এবং ২৮ জন অন্যান্য সদস্য রয়েছেন।

তাদের আবেদন পর্যালোচনার জন্য ডিআইজির নেতৃত্বে জনদুর্ভোগ একটি কমিটি কাজ করছে। আবেদনকারীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি, অনেকেই ফৌজদারি, আর্থিক অনিয়ম, নৈতিক স্খলন, আচরণগত সমস্যাসহ বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের কারণে চাকরিচ্যুত হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, ন্যায়বিচারের স্বার্থে আবেদনসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে কিছু আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল ও অ্যাপিলেট ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে।

গত ২৯ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে চাকরিচ্যুত সদস্যরা মানববন্ধন করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনা করে আশ্বস্ত করার পরও তারা রাস্তা অবরোধ করেন, যা নগরবাসীর চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।

পুলিশ হেডকোয়ার্টার্স আন্দোলনরত সদস্যদের আইনিভাবে তাদের দাবি উত্থাপন করতে অনুরোধ জানিয়েছে এবং রাস্তা অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে।