ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় মেয়াদেও প্রথম সফরে সৌদি আরব যেতে পারেন ট্রাম্প ডিআর কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষ,  নিহত ১৩  খেলনা পিস্তল নিয়ে গোয়েন্দা পরিচয়ে ডাকাতির চেষ্টা, ১১ জনকে পুলিশে দিল জনতা আওয়ামী ফ্যাসিবাদীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ আলম বিসিবির বিভিন্ন বিভাগে নতুন কমিটি, কারা পেলেন দায়িত্ব? মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে এক কোটি ভোট বাড়িয়েছেন: শুভেন্দু বিষধর সাপে কামড়ানো রোগীর প্রাথমিক চিকিৎসা মহাকাশ থেকে মোবাইল নেটওয়ার্ক: স্টারলিঙ্কের নতুন অধ্যায় সুতা আমদানিতে রেকর্ড মাইলফলক, সাত বছরের শীর্ষ রেকর্ড দাবানল পরিদর্শনে ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প, ফেডারেল সহায়তার প্রতিশ্রুতি

শীতকালে কি স্মার্টফোন ধীরে চার্জ হয়?

খবরের কথা ডেস্ক

শীতকালে কি স্মার্টফোন ধীরে চার্জ হয়?

 

গেম খেলতে খেলতে হাতে থাকা স্মার্টফোনটা একটু গরম হয়ে গেলেই আমাদের খারাপ লাগে। কমে যায় ফোনের পারফরম্যান্স। ফোনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কমে যায় ব্যাটারির কার্যক্ষমতা। এমনকি ব্যাটারি ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে তাপমাত্রা অনেক বেশি হলে। অর্থাৎ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস গরম হওয়াই খারাপ। তাহলে কি ইলেকট্রনিক জিনিসের জন্য শীতকাল ভালো? গরম যেহেতু খারাপ, সেহেতু ঠান্ডা ভালো হওয়ারই কথা। কিছু যন্ত্রাংশের জন্য কথাটা সত্য হলেও ব্যাটারির ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। ঠান্ডা পরিবেশে ফোনের ব্যাটারি তুলনামূলক ধীরে চার্জ হয়। চার্জ শেষও হয়ে যায় দ্রুত। 

ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারিতে এক ধরনের তড়িৎবিশ্লেষ্য তরল বা অর্ধরতল জাতীয় উপদান থাকে। সাধারণত লিথিয়াম লবণের একটি দ্রবণ থাকে। এই দ্রবণের মধ্য দিয়ে চার্জ বা আয়ন ইলেকট্রোডে গিয়ে জমা হয়। তাপমাত্রা অনেক কমে গেলে এই তড়িৎবিশ্লেষ্য উপাদানের মধ্যে আয়নগুলো ধীরগতিতে চলতে শুরু করে। ফলে ইলেকট্রোডে সঠিকভাবে প্রবেশ করতে পারে না। আর এতে ব্যাটারির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ, ব্যাটারিতে চার্জ হয় ধীরে ধীরে।

 ঠান্ডার প্রভাবে অনেক সময় ব্যাটারির ভেতরে অতিরিক্ত লিথিয়াম জমাট বেধে থাকতে পারে। এতে বেড়ে যায় শর্ট সার্কিটের ঝুঁকি। ফলে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। অবশ্য বর্তমানে বাজারে থাকা ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারি ও চার্জার এ ধরনের ঝুঁকি এড়ানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এতে অনেকটা সুরক্ষা মেলে। তারপরও ঠান্ডা আবহাওয়ায় সতর্ক থাকা জরুরি। গাড়িতে বড় আকারের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। ঝুঁকিও থাকে তাই বেশি। এজন্য এসব ব্যাটারি যেন শীতকালে উষ্ণ থাকে, তাই প্রিহিটিং ব্যবস্থা থাকে ব্যাটারিতে। ০° সেলসিয়াস বা এর নিচে তাপমাত্রায় সবচেয়ে বেশি প্রভাবিত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এ সময় ইলেকট্রোলাইটের সান্দ্রতা বেড়ে যায়। ফলে কমে যায় এর মধ্যে আয়ন স্থানান্তরের হার। এ জন্য ব্যাটারিতে চার্জ হতে বেশি সময় লাগে। ধারণক্ষমতাও কিছুটা কমে যায়। ফলে চার্জ শেষ হয় দ্রুত। এজন্য শীতকালে অতিরিক্ত ঠান্ডা পরিবেশে ফোন চার্জ না দিয়ে একটু উষ্ণ পরিবেশে দেওয়া ভালো।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
৫১৫ বার পড়া হয়েছে

শীতকালে কি স্মার্টফোন ধীরে চার্জ হয়?

আপডেট সময় ০৬:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

 

গেম খেলতে খেলতে হাতে থাকা স্মার্টফোনটা একটু গরম হয়ে গেলেই আমাদের খারাপ লাগে। কমে যায় ফোনের পারফরম্যান্স। ফোনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কমে যায় ব্যাটারির কার্যক্ষমতা। এমনকি ব্যাটারি ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে তাপমাত্রা অনেক বেশি হলে। অর্থাৎ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস গরম হওয়াই খারাপ। তাহলে কি ইলেকট্রনিক জিনিসের জন্য শীতকাল ভালো? গরম যেহেতু খারাপ, সেহেতু ঠান্ডা ভালো হওয়ারই কথা। কিছু যন্ত্রাংশের জন্য কথাটা সত্য হলেও ব্যাটারির ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। ঠান্ডা পরিবেশে ফোনের ব্যাটারি তুলনামূলক ধীরে চার্জ হয়। চার্জ শেষও হয়ে যায় দ্রুত। 

ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারিতে এক ধরনের তড়িৎবিশ্লেষ্য তরল বা অর্ধরতল জাতীয় উপদান থাকে। সাধারণত লিথিয়াম লবণের একটি দ্রবণ থাকে। এই দ্রবণের মধ্য দিয়ে চার্জ বা আয়ন ইলেকট্রোডে গিয়ে জমা হয়। তাপমাত্রা অনেক কমে গেলে এই তড়িৎবিশ্লেষ্য উপাদানের মধ্যে আয়নগুলো ধীরগতিতে চলতে শুরু করে। ফলে ইলেকট্রোডে সঠিকভাবে প্রবেশ করতে পারে না। আর এতে ব্যাটারির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ, ব্যাটারিতে চার্জ হয় ধীরে ধীরে।

 ঠান্ডার প্রভাবে অনেক সময় ব্যাটারির ভেতরে অতিরিক্ত লিথিয়াম জমাট বেধে থাকতে পারে। এতে বেড়ে যায় শর্ট সার্কিটের ঝুঁকি। ফলে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। অবশ্য বর্তমানে বাজারে থাকা ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারি ও চার্জার এ ধরনের ঝুঁকি এড়ানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এতে অনেকটা সুরক্ষা মেলে। তারপরও ঠান্ডা আবহাওয়ায় সতর্ক থাকা জরুরি। গাড়িতে বড় আকারের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। ঝুঁকিও থাকে তাই বেশি। এজন্য এসব ব্যাটারি যেন শীতকালে উষ্ণ থাকে, তাই প্রিহিটিং ব্যবস্থা থাকে ব্যাটারিতে। ০° সেলসিয়াস বা এর নিচে তাপমাত্রায় সবচেয়ে বেশি প্রভাবিত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এ সময় ইলেকট্রোলাইটের সান্দ্রতা বেড়ে যায়। ফলে কমে যায় এর মধ্যে আয়ন স্থানান্তরের হার। এ জন্য ব্যাটারিতে চার্জ হতে বেশি সময় লাগে। ধারণক্ষমতাও কিছুটা কমে যায়। ফলে চার্জ শেষ হয় দ্রুত। এজন্য শীতকালে অতিরিক্ত ঠান্ডা পরিবেশে ফোন চার্জ না দিয়ে একটু উষ্ণ পরিবেশে দেওয়া ভালো।