ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহজালালে ২ যাত্রীর কাছ থেকে ৩১ মোবাইল জব্দ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখায়নি খেলা সম্প্রচার করতে। যে কারণে সিরিজটি বিটিভিতে দেখানোর সিদ্ধান্ত হয়েছে। আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৮ মাত্রার ভূমিকম্প চার বিয়ে করে বিপাকে বৃদ্ধ, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে থানায় দেখা গুলশানে বন্ধ ব্যাটারি রিকশা, প্রতিবাদে চালকদের মিছিল বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণের কাছে অগ্রহণযোগ্য: জামায়াত আমীর সিরিয়ায় সেনা হ্রাস করছে যুক্তরাষ্ট্র, আইএস দমনে কৌশলগত পরিবর্তন বাংলাদেশ–তুরস্ক ঐতিহাসিক বৈঠক: বাংলাদেশকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখতে চায় তুরস্ক লবণাক্ত জমিতে বিনা চাষে সূর্যমুখীতে সফলতা, কৃষকদের মুখে হাসি বিচার বিভাগীয় কর্মচারীদের দুই দফা দাবি, ৫ মে কর্মবিরতির হুঁশিয়ারি

শীতকালে কি স্মার্টফোন ধীরে চার্জ হয়?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / ৫৪২ বার পড়া হয়েছে

শীতকালে কি স্মার্টফোন ধীরে চার্জ হয়?

 

গেম খেলতে খেলতে হাতে থাকা স্মার্টফোনটা একটু গরম হয়ে গেলেই আমাদের খারাপ লাগে। কমে যায় ফোনের পারফরম্যান্স। ফোনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কমে যায় ব্যাটারির কার্যক্ষমতা। এমনকি ব্যাটারি ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে তাপমাত্রা অনেক বেশি হলে। অর্থাৎ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস গরম হওয়াই খারাপ। তাহলে কি ইলেকট্রনিক জিনিসের জন্য শীতকাল ভালো? গরম যেহেতু খারাপ, সেহেতু ঠান্ডা ভালো হওয়ারই কথা। কিছু যন্ত্রাংশের জন্য কথাটা সত্য হলেও ব্যাটারির ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। ঠান্ডা পরিবেশে ফোনের ব্যাটারি তুলনামূলক ধীরে চার্জ হয়। চার্জ শেষও হয়ে যায় দ্রুত। 

ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারিতে এক ধরনের তড়িৎবিশ্লেষ্য তরল বা অর্ধরতল জাতীয় উপদান থাকে। সাধারণত লিথিয়াম লবণের একটি দ্রবণ থাকে। এই দ্রবণের মধ্য দিয়ে চার্জ বা আয়ন ইলেকট্রোডে গিয়ে জমা হয়। তাপমাত্রা অনেক কমে গেলে এই তড়িৎবিশ্লেষ্য উপাদানের মধ্যে আয়নগুলো ধীরগতিতে চলতে শুরু করে। ফলে ইলেকট্রোডে সঠিকভাবে প্রবেশ করতে পারে না। আর এতে ব্যাটারির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ, ব্যাটারিতে চার্জ হয় ধীরে ধীরে।

 ঠান্ডার প্রভাবে অনেক সময় ব্যাটারির ভেতরে অতিরিক্ত লিথিয়াম জমাট বেধে থাকতে পারে। এতে বেড়ে যায় শর্ট সার্কিটের ঝুঁকি। ফলে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। অবশ্য বর্তমানে বাজারে থাকা ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারি ও চার্জার এ ধরনের ঝুঁকি এড়ানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এতে অনেকটা সুরক্ষা মেলে। তারপরও ঠান্ডা আবহাওয়ায় সতর্ক থাকা জরুরি। গাড়িতে বড় আকারের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। ঝুঁকিও থাকে তাই বেশি। এজন্য এসব ব্যাটারি যেন শীতকালে উষ্ণ থাকে, তাই প্রিহিটিং ব্যবস্থা থাকে ব্যাটারিতে। ০° সেলসিয়াস বা এর নিচে তাপমাত্রায় সবচেয়ে বেশি প্রভাবিত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এ সময় ইলেকট্রোলাইটের সান্দ্রতা বেড়ে যায়। ফলে কমে যায় এর মধ্যে আয়ন স্থানান্তরের হার। এ জন্য ব্যাটারিতে চার্জ হতে বেশি সময় লাগে। ধারণক্ষমতাও কিছুটা কমে যায়। ফলে চার্জ শেষ হয় দ্রুত। এজন্য শীতকালে অতিরিক্ত ঠান্ডা পরিবেশে ফোন চার্জ না দিয়ে একটু উষ্ণ পরিবেশে দেওয়া ভালো।

 

নিউজটি শেয়ার করুন

শীতকালে কি স্মার্টফোন ধীরে চার্জ হয়?

আপডেট সময় ০৬:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

 

গেম খেলতে খেলতে হাতে থাকা স্মার্টফোনটা একটু গরম হয়ে গেলেই আমাদের খারাপ লাগে। কমে যায় ফোনের পারফরম্যান্স। ফোনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কমে যায় ব্যাটারির কার্যক্ষমতা। এমনকি ব্যাটারি ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে তাপমাত্রা অনেক বেশি হলে। অর্থাৎ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস গরম হওয়াই খারাপ। তাহলে কি ইলেকট্রনিক জিনিসের জন্য শীতকাল ভালো? গরম যেহেতু খারাপ, সেহেতু ঠান্ডা ভালো হওয়ারই কথা। কিছু যন্ত্রাংশের জন্য কথাটা সত্য হলেও ব্যাটারির ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। ঠান্ডা পরিবেশে ফোনের ব্যাটারি তুলনামূলক ধীরে চার্জ হয়। চার্জ শেষও হয়ে যায় দ্রুত। 

ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারিতে এক ধরনের তড়িৎবিশ্লেষ্য তরল বা অর্ধরতল জাতীয় উপদান থাকে। সাধারণত লিথিয়াম লবণের একটি দ্রবণ থাকে। এই দ্রবণের মধ্য দিয়ে চার্জ বা আয়ন ইলেকট্রোডে গিয়ে জমা হয়। তাপমাত্রা অনেক কমে গেলে এই তড়িৎবিশ্লেষ্য উপাদানের মধ্যে আয়নগুলো ধীরগতিতে চলতে শুরু করে। ফলে ইলেকট্রোডে সঠিকভাবে প্রবেশ করতে পারে না। আর এতে ব্যাটারির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ, ব্যাটারিতে চার্জ হয় ধীরে ধীরে।

 ঠান্ডার প্রভাবে অনেক সময় ব্যাটারির ভেতরে অতিরিক্ত লিথিয়াম জমাট বেধে থাকতে পারে। এতে বেড়ে যায় শর্ট সার্কিটের ঝুঁকি। ফলে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। অবশ্য বর্তমানে বাজারে থাকা ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারি ও চার্জার এ ধরনের ঝুঁকি এড়ানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এতে অনেকটা সুরক্ষা মেলে। তারপরও ঠান্ডা আবহাওয়ায় সতর্ক থাকা জরুরি। গাড়িতে বড় আকারের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। ঝুঁকিও থাকে তাই বেশি। এজন্য এসব ব্যাটারি যেন শীতকালে উষ্ণ থাকে, তাই প্রিহিটিং ব্যবস্থা থাকে ব্যাটারিতে। ০° সেলসিয়াস বা এর নিচে তাপমাত্রায় সবচেয়ে বেশি প্রভাবিত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এ সময় ইলেকট্রোলাইটের সান্দ্রতা বেড়ে যায়। ফলে কমে যায় এর মধ্যে আয়ন স্থানান্তরের হার। এ জন্য ব্যাটারিতে চার্জ হতে বেশি সময় লাগে। ধারণক্ষমতাও কিছুটা কমে যায়। ফলে চার্জ শেষ হয় দ্রুত। এজন্য শীতকালে অতিরিক্ত ঠান্ডা পরিবেশে ফোন চার্জ না দিয়ে একটু উষ্ণ পরিবেশে দেওয়া ভালো।