ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মিয়ানমারের সামরিক জান্তা-বিরোধী দুটি গোষ্ঠীর তীব্র সংঘর্ষ, পালিয়ে আসছে হাজারো মানুষ চলতি মাসের ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার: বাংলাদেশ ব্যাংক সাভারে বিশেষ অভিযান শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার কিশোরগঞ্জে সবাইকে অচেতন করে ‘দুর্ধর্ষ চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট রাজনৈতিক পরিবর্তন ছাড়া কোনো নীতিই ব্যাংক খাতকে শক্তিশালী করতে পারবে না: গভর্নর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯২ ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল দায়িত্বশীলভাবে কাজ করলে কর্মকর্তাদের জন্য ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান বধিরতা জয় করল বিজ্ঞান: শ্রবণশক্তি ফেরাতে জিন থেরাপির নতুন কৌশল

শীতকালে কি স্মার্টফোন ধীরে চার্জ হয়?

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / 58

শীতকালে কি স্মার্টফোন ধীরে চার্জ হয়?

 

গেম খেলতে খেলতে হাতে থাকা স্মার্টফোনটা একটু গরম হয়ে গেলেই আমাদের খারাপ লাগে। কমে যায় ফোনের পারফরম্যান্স। ফোনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কমে যায় ব্যাটারির কার্যক্ষমতা। এমনকি ব্যাটারি ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে তাপমাত্রা অনেক বেশি হলে। অর্থাৎ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস গরম হওয়াই খারাপ। তাহলে কি ইলেকট্রনিক জিনিসের জন্য শীতকাল ভালো? গরম যেহেতু খারাপ, সেহেতু ঠান্ডা ভালো হওয়ারই কথা। কিছু যন্ত্রাংশের জন্য কথাটা সত্য হলেও ব্যাটারির ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। ঠান্ডা পরিবেশে ফোনের ব্যাটারি তুলনামূলক ধীরে চার্জ হয়। চার্জ শেষও হয়ে যায় দ্রুত। 

ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারিতে এক ধরনের তড়িৎবিশ্লেষ্য তরল বা অর্ধরতল জাতীয় উপদান থাকে। সাধারণত লিথিয়াম লবণের একটি দ্রবণ থাকে। এই দ্রবণের মধ্য দিয়ে চার্জ বা আয়ন ইলেকট্রোডে গিয়ে জমা হয়। তাপমাত্রা অনেক কমে গেলে এই তড়িৎবিশ্লেষ্য উপাদানের মধ্যে আয়নগুলো ধীরগতিতে চলতে শুরু করে। ফলে ইলেকট্রোডে সঠিকভাবে প্রবেশ করতে পারে না। আর এতে ব্যাটারির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ, ব্যাটারিতে চার্জ হয় ধীরে ধীরে।

 ঠান্ডার প্রভাবে অনেক সময় ব্যাটারির ভেতরে অতিরিক্ত লিথিয়াম জমাট বেধে থাকতে পারে। এতে বেড়ে যায় শর্ট সার্কিটের ঝুঁকি। ফলে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। অবশ্য বর্তমানে বাজারে থাকা ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারি ও চার্জার এ ধরনের ঝুঁকি এড়ানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এতে অনেকটা সুরক্ষা মেলে। তারপরও ঠান্ডা আবহাওয়ায় সতর্ক থাকা জরুরি। গাড়িতে বড় আকারের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। ঝুঁকিও থাকে তাই বেশি। এজন্য এসব ব্যাটারি যেন শীতকালে উষ্ণ থাকে, তাই প্রিহিটিং ব্যবস্থা থাকে ব্যাটারিতে। ০° সেলসিয়াস বা এর নিচে তাপমাত্রায় সবচেয়ে বেশি প্রভাবিত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এ সময় ইলেকট্রোলাইটের সান্দ্রতা বেড়ে যায়। ফলে কমে যায় এর মধ্যে আয়ন স্থানান্তরের হার। এ জন্য ব্যাটারিতে চার্জ হতে বেশি সময় লাগে। ধারণক্ষমতাও কিছুটা কমে যায়। ফলে চার্জ শেষ হয় দ্রুত। এজন্য শীতকালে অতিরিক্ত ঠান্ডা পরিবেশে ফোন চার্জ না দিয়ে একটু উষ্ণ পরিবেশে দেওয়া ভালো।

 

নিউজটি শেয়ার করুন

শীতকালে কি স্মার্টফোন ধীরে চার্জ হয়?

আপডেট সময় ০৬:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

 

গেম খেলতে খেলতে হাতে থাকা স্মার্টফোনটা একটু গরম হয়ে গেলেই আমাদের খারাপ লাগে। কমে যায় ফোনের পারফরম্যান্স। ফোনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কমে যায় ব্যাটারির কার্যক্ষমতা। এমনকি ব্যাটারি ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে তাপমাত্রা অনেক বেশি হলে। অর্থাৎ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস গরম হওয়াই খারাপ। তাহলে কি ইলেকট্রনিক জিনিসের জন্য শীতকাল ভালো? গরম যেহেতু খারাপ, সেহেতু ঠান্ডা ভালো হওয়ারই কথা। কিছু যন্ত্রাংশের জন্য কথাটা সত্য হলেও ব্যাটারির ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। ঠান্ডা পরিবেশে ফোনের ব্যাটারি তুলনামূলক ধীরে চার্জ হয়। চার্জ শেষও হয়ে যায় দ্রুত। 

ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারিতে এক ধরনের তড়িৎবিশ্লেষ্য তরল বা অর্ধরতল জাতীয় উপদান থাকে। সাধারণত লিথিয়াম লবণের একটি দ্রবণ থাকে। এই দ্রবণের মধ্য দিয়ে চার্জ বা আয়ন ইলেকট্রোডে গিয়ে জমা হয়। তাপমাত্রা অনেক কমে গেলে এই তড়িৎবিশ্লেষ্য উপাদানের মধ্যে আয়নগুলো ধীরগতিতে চলতে শুরু করে। ফলে ইলেকট্রোডে সঠিকভাবে প্রবেশ করতে পারে না। আর এতে ব্যাটারির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ, ব্যাটারিতে চার্জ হয় ধীরে ধীরে।

 ঠান্ডার প্রভাবে অনেক সময় ব্যাটারির ভেতরে অতিরিক্ত লিথিয়াম জমাট বেধে থাকতে পারে। এতে বেড়ে যায় শর্ট সার্কিটের ঝুঁকি। ফলে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। অবশ্য বর্তমানে বাজারে থাকা ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারি ও চার্জার এ ধরনের ঝুঁকি এড়ানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এতে অনেকটা সুরক্ষা মেলে। তারপরও ঠান্ডা আবহাওয়ায় সতর্ক থাকা জরুরি। গাড়িতে বড় আকারের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। ঝুঁকিও থাকে তাই বেশি। এজন্য এসব ব্যাটারি যেন শীতকালে উষ্ণ থাকে, তাই প্রিহিটিং ব্যবস্থা থাকে ব্যাটারিতে। ০° সেলসিয়াস বা এর নিচে তাপমাত্রায় সবচেয়ে বেশি প্রভাবিত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি। এ সময় ইলেকট্রোলাইটের সান্দ্রতা বেড়ে যায়। ফলে কমে যায় এর মধ্যে আয়ন স্থানান্তরের হার। এ জন্য ব্যাটারিতে চার্জ হতে বেশি সময় লাগে। ধারণক্ষমতাও কিছুটা কমে যায়। ফলে চার্জ শেষ হয় দ্রুত। এজন্য শীতকালে অতিরিক্ত ঠান্ডা পরিবেশে ফোন চার্জ না দিয়ে একটু উষ্ণ পরিবেশে দেওয়া ভালো।