৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর
- আপডেট সময় ০২:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 42
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গা*জায় দুই বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে আসছে ইসরাইল। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি হলেও উপত্যকার বাসিন্দাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সামরিক বাহিনী। দুই বছরের বেশি আগ্রাসনে পুরো অঞ্চলই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও সংস্থাটির প্রজেক্ট সার্ভিস অফিসের এক্সিকিউটিভ ডিরেক্টর জর্জ মোরেইরা দ্য সিলভা এক বিবৃতিতে বলেন, দুই বছরের আগ্রাসনে গাজায় ৬ কোটি টন পরিমাণের ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। এ ধ্বংসস্তূপ অপসারণ করতে সাত বছরের বেশি সময় লাগবে।
তিনি বলেন, ‘আমি মাত্র গাজা থেকে ফিরেছি, যেখানে মানবিক সংকট গভীরতর হয়েছে। গাজাবাসী পুরোপুরি ক্লান্ত, আতঙ্কগ্রস্ত এবং বিপুল চাপে নিমজ্জিত। এর মধ্যে তীব্র শীত ও ভারী বৃষ্টি মানুষের দুর্ভোগ ও হতাশাকে আরো বাড়িয়ে তুলেছে।’
তিনি বলেন, ‘গাজায় ধ্বংসস্তূপের পরিমাণ ৬ কোটি টনের বেশি। তা ধারণ করতেই অন্তত তিন হাজার কনটেইনার জাহাজ প্রয়োজন। গাজায় গড়ে প্রতি ব্যক্তিকে ঘিরে ৩০ টন ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে। তা অপসারণ করতেই সাত বছরের বেশি সময় লাগবে।

























