শিরোনাম :
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 35
যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস থেকে অধিকাংশ অপ্রয়োজনীয় সামরিক বিমান সরিয়ে নিয়েছে। বর্তমানে সেখানে মূলত ট্যাংকার বিমান রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে কাতারের আল-উদেইদ এয়ারবেসেও বিমান উপস্থিতিতে স্পষ্ট পরিবর্তন দেখা গেছে। সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা যায়, সেখানে ট্যাংকার বিমানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে—আগে যেখানে প্রায় ১৩টি ছিল, এখন তা কমে প্রায় ৫টিতে নেমে এসেছে।
তবে C-17 পরিবহন বিমানের সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে ঘাঁটিটিতে বর্তমানে কোনো বোমারু বিমান বা RC-135 গোয়েন্দা বিমান দেখা যায়নি।
এই পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি পুনর্বিন্যাস বা ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।



















