১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

সুপার কাপ হারের ধাক্কা, ৭ মাসেই বরখাস্ত আলোনসো—রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 41

ছবি সংগৃহীত

 

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের ২৪ ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। মাত্র সাত মাসের মাথায় প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জাবি আলোনসোকে। তার জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক রিয়াল তারকা ও যুব দলের কোচ আলভারো আরবেলোয়া।

রোববার রাতে নাটকীয় ফাইনালে বার্সার কাছে ৩–২ গোলে হারের পরই আলোনসোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। সোমবার ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোনসোর সঙ্গে সম্পর্ক ছিন্নের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বায়ার লেভারকুসেনকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার পর বড় প্রত্যাশা নিয়ে ২০২৫ সালের ১ জুন রিয়ালের ডাগআউটে আসেন আলোনসো। শুরুটা ছিল চোখে পড়ার মতো—প্রথম ১৪ ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় এবং ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া। তবে ৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর থেকেই ছন্দ হারাতে থাকে দল। পরবর্তী ৮ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় তার ওপর আস্থা হারায় ক্লাব পরিচালনা পর্ষদ। মাঝখানে টানা পাঁচ ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিললেও এল ক্লাসিকোর হার শেষ পর্যন্ত আলোনসোর বিদায় নিশ্চিত করে।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ হিসেবে আলোনসোর দায়িত্বের ইতি টানা হয়েছে। একজন কিংবদন্তি ফুটবলার হিসেবে তিনি সবসময় রিয়াল মাদ্রিদের মূল্যবোধ বহন করেছেন। সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি আজীবন পাবেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর হয়ে থাকবে।’

আলোনসোর বিদায়ের পর ক্লাবের ‘ঘরের ছেলে’ আলভারো আরবেলোয়ার ওপরই ভরসা রেখেছে রিয়াল। ২০২০ সাল থেকে ক্লাবের যুব দলের দায়িত্বে থাকা ৪২ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার খেলোয়াড়ি জীবনে দুই দফায় (২০০৪–০৫ ও ২০০৯–১৬) রিয়ালের হয়ে ১৫৩টি ম্যাচ খেলেছেন। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য আরবেলোয়া এবার মূল দলের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেন।

নতুন কোচের অধীনে আগামী বুধবার কোপা দেল রেতে আলবাচেতের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন অধ্যায় শুরু হবে।

 

নিউজটি শেয়ার করুন

সুপার কাপ হারের ধাক্কা, ৭ মাসেই বরখাস্ত আলোনসো—রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

আপডেট সময় ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

 

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের ২৪ ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। মাত্র সাত মাসের মাথায় প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জাবি আলোনসোকে। তার জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক রিয়াল তারকা ও যুব দলের কোচ আলভারো আরবেলোয়া।

রোববার রাতে নাটকীয় ফাইনালে বার্সার কাছে ৩–২ গোলে হারের পরই আলোনসোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। সোমবার ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোনসোর সঙ্গে সম্পর্ক ছিন্নের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বায়ার লেভারকুসেনকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার পর বড় প্রত্যাশা নিয়ে ২০২৫ সালের ১ জুন রিয়ালের ডাগআউটে আসেন আলোনসো। শুরুটা ছিল চোখে পড়ার মতো—প্রথম ১৪ ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় এবং ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া। তবে ৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর থেকেই ছন্দ হারাতে থাকে দল। পরবর্তী ৮ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় তার ওপর আস্থা হারায় ক্লাব পরিচালনা পর্ষদ। মাঝখানে টানা পাঁচ ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিললেও এল ক্লাসিকোর হার শেষ পর্যন্ত আলোনসোর বিদায় নিশ্চিত করে।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ হিসেবে আলোনসোর দায়িত্বের ইতি টানা হয়েছে। একজন কিংবদন্তি ফুটবলার হিসেবে তিনি সবসময় রিয়াল মাদ্রিদের মূল্যবোধ বহন করেছেন। সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি আজীবন পাবেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর হয়ে থাকবে।’

আলোনসোর বিদায়ের পর ক্লাবের ‘ঘরের ছেলে’ আলভারো আরবেলোয়ার ওপরই ভরসা রেখেছে রিয়াল। ২০২০ সাল থেকে ক্লাবের যুব দলের দায়িত্বে থাকা ৪২ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার খেলোয়াড়ি জীবনে দুই দফায় (২০০৪–০৫ ও ২০০৯–১৬) রিয়ালের হয়ে ১৫৩টি ম্যাচ খেলেছেন। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য আরবেলোয়া এবার মূল দলের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেন।

নতুন কোচের অধীনে আগামী বুধবার কোপা দেল রেতে আলবাচেতের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন অধ্যায় শুরু হবে।