তাসনিম জারার মনোনয়নপত্র পুনর্বহাল, স্বতন্ত্র লড়বেন ঢাকা-৯ আসনে
- আপডেট সময় ০২:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 70
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) ইসির আপিল শুনানিতে তার প্রার্থিতা পুনর্বহাল করা হয়।
এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। যাচাই-বাছাই শেষে ৩ জানুয়ারি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী ভোটার তালিকায় গরমিলের কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এই নারী চিকিৎসক। আপিল আবেদন জমা দেওয়ার সময় তিনি জানান, আইনি লড়াই চালিয়ে যাবেন।
শনিবার আপিল শুনানির প্রথম দিনেই নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। প্রার্থিতা ফিরে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তাসনিম জারা লেখেন, ‘আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।’
উল্লেখ্য, তাসনিম জারা তরুণদের নিয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। শুরুতে দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও পরে তিনি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন।





















