যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চীনা সাইবার হামলা, গুরুত্বপূর্ণ কমিটির ইমেইল হ্যাক
- আপডেট সময় ০৫:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 76
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একাধিক স্টাফের ব্যবহৃত ইমেইল সিস্টেম চীন হ্যাক করেছে বলে অভিযোগ উঠেছে।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সাইবার গুপ্তচরবৃত্তিমূলক অভিযানটির নাম “সল্ট টাইফুন (Salt Typhoon)”।
প্রতিবেদন অনুযায়ী, চীনা গোয়েন্দা সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের হাউস চায়না কমিটির স্টাফদের ইমেইলে অনুপ্রবেশ করে। একই সঙ্গে ফরেন অ্যাফেয়ার্স কমিটি, ইন্টেলিজেন্স কমিটি এবং আর্মড সার্ভিসেস কমিটির সহকারীদের ইমেইল সিস্টেমেও প্রবেশ করা হয়।
এই সাইবার অনুপ্রবেশের ঘটনা গত ডিসেম্বর মাসে শনাক্ত করা হয়। তবে ঠিক কতদিন ধরে এই হ্যাকিং কার্যক্রম চলছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এটি যুক্তরাষ্ট্রের আইনপ্রণয়ন প্রক্রিয়া ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য লক্ষ্য করে পরিচালিত একটি বড় পরিসরের সাইবার গুপ্তচরবৃত্তি অভিযান।
সোর্স: Financial Times




















