০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

“মরহুমা খালেদা জিয়া: যে নেতা কখনও পরাজয় বরণ করেননি”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 138

ছবি সংগৃহীত

 

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে।

বাংলাদেশের রাজনীতিতে মরহুমা খালেদা জিয়া ছিলেন এক আপসহীন নেত্রী, যিনি জীবদ্দশায় কখনও নির্বাচনে পরাজয় বরণ করেননি। প্রায় চার দশক ধরে বাংলাদেশের নির্বাচনে তিনি একজন জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে তিনি প্রতিবার একাধিক আসনে প্রার্থী হয়েছেন এবং সবগুলোতে জয়লাভ করেছেন। ২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে বিজয়ী হন।

বিজ্ঞাপন

এরপর ২০১৪ সালের নির্বাচন বিএনপি বয়কট করে এবং দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনও বয়কট করেন। তবে, ২০২৬ সালের ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে অংশ নেওয়ার কথা ছিল।

খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৬ সালের দায়িত্বকাল ছিল একমাস; এরপর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর তিনি সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হেরে প্রধান বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন। ২০০১ সালে চারদলীয় ঐক্যজোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতির এই শোকের মুহূর্তে দেশের সকল মুসলিমদের জন্য মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

“মরহুমা খালেদা জিয়া: যে নেতা কখনও পরাজয় বরণ করেননি”

আপডেট সময় ০৫:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

 

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে।

বাংলাদেশের রাজনীতিতে মরহুমা খালেদা জিয়া ছিলেন এক আপসহীন নেত্রী, যিনি জীবদ্দশায় কখনও নির্বাচনে পরাজয় বরণ করেননি। প্রায় চার দশক ধরে বাংলাদেশের নির্বাচনে তিনি একজন জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে তিনি প্রতিবার একাধিক আসনে প্রার্থী হয়েছেন এবং সবগুলোতে জয়লাভ করেছেন। ২০০৮ সালের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে বিজয়ী হন।

বিজ্ঞাপন

এরপর ২০১৪ সালের নির্বাচন বিএনপি বয়কট করে এবং দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের নির্বাচনে অংশ নিতে পারেননি। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনও বয়কট করেন। তবে, ২০২৬ সালের ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে অংশ নেওয়ার কথা ছিল।

খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৬ সালের দায়িত্বকাল ছিল একমাস; এরপর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর তিনি সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হেরে প্রধান বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন। ২০০১ সালে চারদলীয় ঐক্যজোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতির এই শোকের মুহূর্তে দেশের সকল মুসলিমদের জন্য মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হচ্ছে।