১০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 77

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আগামী ১ জানুয়ারি এসব কর্মসূচি পালন করা হবে।

রোববার (২৮ ডিসেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন।

বিজ্ঞাপন

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা, ঐক্য ও প্রগতির আদর্শে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দেশব্যাপী নেতাকর্মীদের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জানুয়ারি সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এরপর সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই দিন দুপুর ২টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি আয়োজনের কর্মসূচি রাখা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে ছাত্রদলের শহীদ নেতাকর্মীদের কবর জিয়ারত এবং গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
ছাত্রদল নেতারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০১:০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আগামী ১ জানুয়ারি এসব কর্মসূচি পালন করা হবে।

রোববার (২৮ ডিসেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন।

বিজ্ঞাপন

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা, ঐক্য ও প্রগতির আদর্শে গড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দেশব্যাপী নেতাকর্মীদের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ জানুয়ারি সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এরপর সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই দিন দুপুর ২টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি আয়োজনের কর্মসূচি রাখা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে ছাত্রদলের শহীদ নেতাকর্মীদের কবর জিয়ারত এবং গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
ছাত্রদল নেতারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালিত হবে।