০৬:১১ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন ডিজিটাল গ্রিন কার্ডে মিলবে মালয়েশিয়ার নির্মাণশ্রমিকদের বেতন ঢাকায় জোবাইদা রহমান, বেগম জিয়ার সর্বশেষ অবস্থা ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

বিএসএফের গুলিতে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 64

ছবি সংগৃহীত

 

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ৮৬৪ ও ৮৬৫ নং মেইন পিলারের ৪ নং সাব পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সবুজ ইসলাম পাটগ্রামের জগতবাড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ ইসলামসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে ১৬৯ ব্যাটালিয়নের বিএসএফের চেকপোস্টের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

ঘটনার পর বাংলাদেশি বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদর কামাল উদ্দিন জানান, পতাকা বৈঠকে লাশ ফেরত চান এবং কড়া প্রতিবাদ জানান, বিএসএফ তাদের আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ ফেরত দিবে বলে জানান। লাশ বর্তমানে বিএসএফ ভারতের ভেতরে নিয়ে গেছে। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিএসএফের গুলিতে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ০৩:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

 

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ৮৬৪ ও ৮৬৫ নং মেইন পিলারের ৪ নং সাব পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সবুজ ইসলাম পাটগ্রামের জগতবাড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সেরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ ইসলামসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে ১৬৯ ব্যাটালিয়নের বিএসএফের চেকপোস্টের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

ঘটনার পর বাংলাদেশি বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদর কামাল উদ্দিন জানান, পতাকা বৈঠকে লাশ ফেরত চান এবং কড়া প্রতিবাদ জানান, বিএসএফ তাদের আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ ফেরত দিবে বলে জানান। লাশ বর্তমানে বিএসএফ ভারতের ভেতরে নিয়ে গেছে। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে।