শিরোনাম :
২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হাসপাতালে ৬৩৩
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 151
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬৩৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৩৩ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮২ জন, চট্টগ্রামে ৮৬ জন, ঢাকার সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় ১২৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩৬ জন এবং দক্ষিণ সিটিতে ৮১ জন। এছাড়া খুলনা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় ৪৭ জন, ময়মনসিংহে ৪০ জন, রাজশাহীতে ২৩ জন, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।


























