ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিকসহ ৯ জন গ্রেপ্তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় জয়   গাজায় ব্যর্থতার দায়ে পদত্যাগের প্রস্তুতিতে শিন বেত প্রধান রনেন বার যেসব পণ্যে ভ্যাট কমালো এনবিআর গাজায় ব্যর্থতার দায়ে এবার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রনেন বার। পুতিনের ভূমিকা নিয়ে ট্রাম্পের উদ্বেগ, নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত: বৈদেশিক সহায়তায় ৯০ দিনের সাময়িক স্থগিতাদেশ ইতালি থেকে আসা সেই বিমানে তল্লাশির পর যা জানা গেল

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল ও নতুন ফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক

 

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন ফল প্রকাশের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, ফলাফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত না হলে মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি, মুক্তিযোদ্ধা কোটা বাতিলসহ পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছে তারা।

সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে। তারা বলেন, বর্তমান পদ্ধতিতে মুক্তিযোদ্ধা কোটার কোনো যৌক্তিকতা নেই এবং এই কোটা বাতিল করে সমান সুযোগ নিশ্চিত করা উচিত।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের পাশে দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ করেন। তারা ভর্তি পরীক্ষা ও চাকরির নিয়োগসহ সকল ক্ষেত্রে অযৌক্তিক কোটা ব্যবস্থা চিরতরে বাতিলের দাবি জানান।

বর্তমানে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ২ শতাংশ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে। শিক্ষার্থীরা দাবি করেন, এই কোটা সংরক্ষণের পরিবর্তে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করা উচিত এবং পরীক্ষার পর প্রশ্নপত্র ও উত্তরপত্র উন্মুক্ত করা দরকার।

রোববার মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। তারা মনে করেন, স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতির মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ না হলে সাধারণ শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
৫১৫ বার পড়া হয়েছে

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল ও নতুন ফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় ০৫:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

 

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন ফল প্রকাশের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, ফলাফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত না হলে মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি, মুক্তিযোদ্ধা কোটা বাতিলসহ পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছে তারা।

সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে। তারা বলেন, বর্তমান পদ্ধতিতে মুক্তিযোদ্ধা কোটার কোনো যৌক্তিকতা নেই এবং এই কোটা বাতিল করে সমান সুযোগ নিশ্চিত করা উচিত।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের পাশে দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ করেন। তারা ভর্তি পরীক্ষা ও চাকরির নিয়োগসহ সকল ক্ষেত্রে অযৌক্তিক কোটা ব্যবস্থা চিরতরে বাতিলের দাবি জানান।

বর্তমানে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ২ শতাংশ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে। শিক্ষার্থীরা দাবি করেন, এই কোটা সংরক্ষণের পরিবর্তে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করা উচিত এবং পরীক্ষার পর প্রশ্নপত্র ও উত্তরপত্র উন্মুক্ত করা দরকার।

রোববার মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। তারা মনে করেন, স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতির মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ না হলে সাধারণ শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে।