ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘ মানবাধিকার রক্ষায় কার্যকর ভাবে কাজ করতে চায় : ফরিদা আখতার হাতিয়ায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত আওয়ামীলীগের চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের কেনার : তাজুল ইসলাম মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, ১৪৪ ধারা জারি ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে,যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে সোমবার দলগুলো হাতে পাবে : আলী রীয়াজ নোয়াখালীর এক পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার ট্রাম্প ও ইব্রাহিমের প্রস্তাবে সম্মত হলেও কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে মৃত্যু থামছে না সমাজে ছেয়ে গেছে সন্ত্রাস : নাহিদ ইসলাম বার বার ভাঙনে অস্থিত্ব সংকটে অনেক রাজনৈতিক দল

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল ও নতুন ফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 63

 

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন ফল প্রকাশের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, ফলাফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত না হলে মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি, মুক্তিযোদ্ধা কোটা বাতিলসহ পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছে তারা।

সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে। তারা বলেন, বর্তমান পদ্ধতিতে মুক্তিযোদ্ধা কোটার কোনো যৌক্তিকতা নেই এবং এই কোটা বাতিল করে সমান সুযোগ নিশ্চিত করা উচিত।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের পাশে দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ করেন। তারা ভর্তি পরীক্ষা ও চাকরির নিয়োগসহ সকল ক্ষেত্রে অযৌক্তিক কোটা ব্যবস্থা চিরতরে বাতিলের দাবি জানান।

বর্তমানে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ২ শতাংশ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে। শিক্ষার্থীরা দাবি করেন, এই কোটা সংরক্ষণের পরিবর্তে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করা উচিত এবং পরীক্ষার পর প্রশ্নপত্র ও উত্তরপত্র উন্মুক্ত করা দরকার।

রোববার মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। তারা মনে করেন, স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতির মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ না হলে সাধারণ শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল ও নতুন ফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় ০৫:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

 

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন ফল প্রকাশের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, ফলাফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত না হলে মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি, মুক্তিযোদ্ধা কোটা বাতিলসহ পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছে তারা।

সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে। তারা বলেন, বর্তমান পদ্ধতিতে মুক্তিযোদ্ধা কোটার কোনো যৌক্তিকতা নেই এবং এই কোটা বাতিল করে সমান সুযোগ নিশ্চিত করা উচিত।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের পাশে দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ করেন। তারা ভর্তি পরীক্ষা ও চাকরির নিয়োগসহ সকল ক্ষেত্রে অযৌক্তিক কোটা ব্যবস্থা চিরতরে বাতিলের দাবি জানান।

বর্তমানে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ২ শতাংশ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে। শিক্ষার্থীরা দাবি করেন, এই কোটা সংরক্ষণের পরিবর্তে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করা উচিত এবং পরীক্ষার পর প্রশ্নপত্র ও উত্তরপত্র উন্মুক্ত করা দরকার।

রোববার মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। তারা মনে করেন, স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতির মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ না হলে সাধারণ শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে।