শিরোনাম :
প্রথম উড্ডয়ন সম্পন্ন করল নাসার নীরব সুপারসনিক জেট X-59
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 65
নাসার নতুন প্রজন্মের নীরব সুপারসনিক জেট X-59 সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।
লকহিড মার্টিন নির্মিত এই জেটটি প্যালমডেল থেকে উড্ডয়ন করে এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে নিরাপদে অবতরণ করে।
এই পরীক্ষামূলক উড্ডয়নটি ‘লো-বুম’ বা নীরব শব্দতরঙ্গ প্রযুক্তি যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এটি ভবিষ্যতে সুপারসনিক বাণিজ্যিক ফ্লাইটকে আরও শান্ত ও পরিবেশবান্ধব করে তুলতে সাহায্য করবে।
👉 নাসার এই প্রকল্পের লক্ষ্য হলো, এমন এক প্রযুক্তি তৈরি করা, যার মাধ্যমে শব্দের গতির চেয়েও দ্রুত উড়েও শব্দ বিস্ফোরণজনিত বিরক্তি ছাড়াই শহরাঞ্চলের ওপর দিয়ে উড্ডয়ন করা সম্ভব হবে।





















