০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

প্রথম উড্ডয়ন সম্পন্ন করল নাসার নীরব সুপারসনিক জেট X-59

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 65

ছবি সংগৃহীত

 

নাসার নতুন প্রজন্মের নীরব সুপারসনিক জেট X-59 সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।

লকহিড মার্টিন নির্মিত এই জেটটি প্যালমডেল থেকে উড্ডয়ন করে এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে নিরাপদে অবতরণ করে।

বিজ্ঞাপন

এই পরীক্ষামূলক উড্ডয়নটি ‘লো-বুম’ বা নীরব শব্দতরঙ্গ প্রযুক্তি যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এটি ভবিষ্যতে সুপারসনিক বাণিজ্যিক ফ্লাইটকে আরও শান্ত ও পরিবেশবান্ধব করে তুলতে সাহায্য করবে।

👉 নাসার এই প্রকল্পের লক্ষ্য হলো, এমন এক প্রযুক্তি তৈরি করা, যার মাধ্যমে শব্দের গতির চেয়েও দ্রুত উড়েও শব্দ বিস্ফোরণজনিত বিরক্তি ছাড়াই শহরাঞ্চলের ওপর দিয়ে উড্ডয়ন করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

প্রথম উড্ডয়ন সম্পন্ন করল নাসার নীরব সুপারসনিক জেট X-59

আপডেট সময় ০৩:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

 

নাসার নতুন প্রজন্মের নীরব সুপারসনিক জেট X-59 সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।

লকহিড মার্টিন নির্মিত এই জেটটি প্যালমডেল থেকে উড্ডয়ন করে এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে নিরাপদে অবতরণ করে।

বিজ্ঞাপন

এই পরীক্ষামূলক উড্ডয়নটি ‘লো-বুম’ বা নীরব শব্দতরঙ্গ প্রযুক্তি যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এটি ভবিষ্যতে সুপারসনিক বাণিজ্যিক ফ্লাইটকে আরও শান্ত ও পরিবেশবান্ধব করে তুলতে সাহায্য করবে।

👉 নাসার এই প্রকল্পের লক্ষ্য হলো, এমন এক প্রযুক্তি তৈরি করা, যার মাধ্যমে শব্দের গতির চেয়েও দ্রুত উড়েও শব্দ বিস্ফোরণজনিত বিরক্তি ছাড়াই শহরাঞ্চলের ওপর দিয়ে উড্ডয়ন করা সম্ভব হবে।