০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বিবেচনা করছে জার্মানি চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমালো কানাডা খালে পড়ে ট্রাক, পাকিস্তানে একই পরিবারের ১৪ জনের মৃত্যু

হামাসের সম্মতি মিললেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 153

ছবি সংগৃহীত

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি এখন হামাসের চূড়ান্ত সম্মতির অপেক্ষায়।

তিনি বলেন, ইসরায়েল ইতোমধ্যে গাজা থেকে প্রাথমিকভাবে সরে যাওয়ায় রাজি হয়েছে।বিষয়টি হামাসকেও জানানো হয়েছে। হামাস সম্মতি দিলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বন্দি বিনিময় শুরু হবে এবং গাজার পরবর্তী ধাপের প্রস্তুতি নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্রাম্পের মতে,
“এই পদক্ষেপ আমাদেরকে তিন হাজার বছরের এই সংকটের অবসানের আরও কাছে নিয়ে যাবে।”

তিনি হামাসকে দ্রুত সিদ্ধান্ত নিতে আহ্বান জানান এবং জানান, বন্দি মুক্তি ও শান্তি আলোচনার সুযোগ দিতে ইসরায়েলও আপাতত বোমাবর্ষণ বন্ধ রেখেছে।

এর আগে হামাস ঘোষণা করে, তারা জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে এবং গাজার প্রশাসন একটি স্বাধীন, প্রযুক্তিবিদদের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে প্রস্তুত।

তবে তারা জোর দিয়ে বলে, গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনিদের অধিকারকে বৃহত্তর জাতীয় কাঠামোর মধ্যে সমাধান করতে হবে।

ট্রাম্প হামাসকে রবিবার ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত তার ২০ দফা শান্তি পরিকল্পনার জবাবের সময়সীমা দিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

হামাসের সম্মতি মিললেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে: ট্রাম্প

আপডেট সময় ০৬:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি এখন হামাসের চূড়ান্ত সম্মতির অপেক্ষায়।

তিনি বলেন, ইসরায়েল ইতোমধ্যে গাজা থেকে প্রাথমিকভাবে সরে যাওয়ায় রাজি হয়েছে।বিষয়টি হামাসকেও জানানো হয়েছে। হামাস সম্মতি দিলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বন্দি বিনিময় শুরু হবে এবং গাজার পরবর্তী ধাপের প্রস্তুতি নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্রাম্পের মতে,
“এই পদক্ষেপ আমাদেরকে তিন হাজার বছরের এই সংকটের অবসানের আরও কাছে নিয়ে যাবে।”

তিনি হামাসকে দ্রুত সিদ্ধান্ত নিতে আহ্বান জানান এবং জানান, বন্দি মুক্তি ও শান্তি আলোচনার সুযোগ দিতে ইসরায়েলও আপাতত বোমাবর্ষণ বন্ধ রেখেছে।

এর আগে হামাস ঘোষণা করে, তারা জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে এবং গাজার প্রশাসন একটি স্বাধীন, প্রযুক্তিবিদদের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে প্রস্তুত।

তবে তারা জোর দিয়ে বলে, গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনিদের অধিকারকে বৃহত্তর জাতীয় কাঠামোর মধ্যে সমাধান করতে হবে।

ট্রাম্প হামাসকে রবিবার ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত তার ২০ দফা শান্তি পরিকল্পনার জবাবের সময়সীমা দিয়েছেন।