শিরোনাম :
পশ্চিমা স্বীকৃতিকে প্রত্যাখ্যান করল ইসরায়েল, বসতি দ্বিগুণ করার ঘোষণা নেতানিয়াহুর
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 58
পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তাদের মতে, এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি আনবে না, বরং অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে।
ইসরায়েল জানিয়েছে, তারা কোনো “অবাস্তব ও চাপিয়ে দেওয়া নথি” মেনে নেবে না। যেটা তাকে অরক্ষিত সীমান্তের দিকে ঠেলে দেয়।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে, জর্ডানের পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। যুক্তরাষ্ট্র সফর শেষে এর জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে সে।
একইসঙ্গে নেতানিয়াহু দাবি করেছে, পশ্চিম তীরে ইহুদি বসতি দ্বিগুণ করা হয়েছে এবং এই পথেই তারা চলতে থাকবে।





















