ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’: প্রধান উপদেষ্টা
- আপডেট সময় ০৬:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 277
আগামি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি ‘মহোৎসবের নির্বাচন’ এমনটা মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়েই জাতির সত্যিকারের নবজন্ম হবে। এতো ত্যাগ তখনই সার্থক হবে, যদি আমরা সেই নবজন্ম অর্জন করতে পারি।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশন এর বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বৈঠক হয়।
এর আগে গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকেও জুলাই সনদ নিয়ে আলোচনা হয়, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি।
কমিশনের মতে, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়, বরং তা গণতন্ত্র ও সুশাসনের দীর্ঘমেয়াদি রোডম্যাপ। তবে এর সফল বাস্তবায়নে প্রয়োজন সর্বস্তরের রাজনৈতিক ঐকমত্য।


























