চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
- আপডেট সময় ১২:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 167
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা দুই দিনের সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের পর পুলিশের বিশেষ অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোরে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জোবরা গ্রামে এ অভিযান চালানো হয়। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. ইমরান হোসেন প্রকাশ (৩৫), হাসান ওরফে হাসাঈন (২২), রাসেল ওরফে কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) এবং মো. দিদারুল আলম (৪৬)।
এর আগে মঙ্গলবার হাটহাজারী মডেল থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও প্রায় এক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন জানান, মামলা হওয়ার পরপরই অভিযান শুরু হয় এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।























