ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ফেড গভর্নর লিসা কুক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 17

ছবি সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প কুককে পদ থেকে সরানোর উদ্যোগ নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেই কুক আদালতের দ্বারস্থ হয়েছেন। এর মধ্য দিয়ে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে একটি নতুন আইনি লড়াইয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

আদালতে কুক দাবি করেছেন, ট্রাম্পের বরখাস্তের আদেশ ‘অবৈধ ও অকার্যকর’। এ মামলায় তিনি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও বিবাদী করেছেন।

বিবিসির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফেডের ওপর দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছাকৃতভাবে সুদের হার কমাতে অনীহা দেখাচ্ছে। অথচ কুক ফেড বোর্ডের সেই সদস্য, যিনি সুদের হার নির্ধারণের সিদ্ধান্ত প্রক্রিয়ায় সরাসরি যুক্ত।

ট্রাম্পের দাবি, কুক মর্টগেজ নথিতে ভুয়া তথ্য দিয়েছেন। তাঁর যুক্তি, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কুককে সরানোর ক্ষমতা রয়েছে।

অন্যদিকে কুকের আইনজীবী অ্যাবে লোওয়েল মামলায় লিখেছেন, “এটি প্রেসিডেন্ট ট্রাম্পের নজিরবিহীন ও বেআইনি পদক্ষেপকে চ্যালেঞ্জ করছে। যদি এ সিদ্ধান্ত বহাল থাকে, তবে ফেড বোর্ডের ইতিহাসে এ ধরনের ঘটনা হবে প্রথম।”

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই অবশ্য বলেন, প্রেসিডেন্ট তাঁর বৈধ ক্ষমতাই প্রয়োগ করেছেন। তবে আইনে স্পষ্ট বলা আছে, প্রেসিডেন্ট ইচ্ছেমতো ফেড কর্মকর্তাকে সরাতে পারবেন না—শুধু ‘যুক্তিসঙ্গত কারণ’ থাকলেই তা সম্ভব।

 

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ফেড গভর্নর লিসা কুক

আপডেট সময় ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প কুককে পদ থেকে সরানোর উদ্যোগ নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেই কুক আদালতের দ্বারস্থ হয়েছেন। এর মধ্য দিয়ে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে একটি নতুন আইনি লড়াইয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

আদালতে কুক দাবি করেছেন, ট্রাম্পের বরখাস্তের আদেশ ‘অবৈধ ও অকার্যকর’। এ মামলায় তিনি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও বিবাদী করেছেন।

বিবিসির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফেডের ওপর দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছাকৃতভাবে সুদের হার কমাতে অনীহা দেখাচ্ছে। অথচ কুক ফেড বোর্ডের সেই সদস্য, যিনি সুদের হার নির্ধারণের সিদ্ধান্ত প্রক্রিয়ায় সরাসরি যুক্ত।

ট্রাম্পের দাবি, কুক মর্টগেজ নথিতে ভুয়া তথ্য দিয়েছেন। তাঁর যুক্তি, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কুককে সরানোর ক্ষমতা রয়েছে।

অন্যদিকে কুকের আইনজীবী অ্যাবে লোওয়েল মামলায় লিখেছেন, “এটি প্রেসিডেন্ট ট্রাম্পের নজিরবিহীন ও বেআইনি পদক্ষেপকে চ্যালেঞ্জ করছে। যদি এ সিদ্ধান্ত বহাল থাকে, তবে ফেড বোর্ডের ইতিহাসে এ ধরনের ঘটনা হবে প্রথম।”

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই অবশ্য বলেন, প্রেসিডেন্ট তাঁর বৈধ ক্ষমতাই প্রয়োগ করেছেন। তবে আইনে স্পষ্ট বলা আছে, প্রেসিডেন্ট ইচ্ছেমতো ফেড কর্মকর্তাকে সরাতে পারবেন না—শুধু ‘যুক্তিসঙ্গত কারণ’ থাকলেই তা সম্ভব।