ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে সন্তান জন্ম, হাসপাতালে চিকিৎসাধীন মা–শিশু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 6

ছবি: সংগৃহীত

 

কুমিল্লা কারাগারে থাকা হত্যা মামলার এক নারী আসামি সন্তান জন্ম দিয়েছেন। সোমবার প্রসবের পর মা ও নবজাতককে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কারাবন্দি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে দুজনই চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। প্রসূতির নাম স্মৃতি আক্তার। তিনি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা এবং হোসেন মিয়ার স্ত্রী। গত ১১ আগস্ট হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে প্রবেশ করেন।

সিনিয়র জেল সুপার জানান, সোমবার হঠাৎ প্রসববেদনা শুরু হলে তাকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। পরিবারকে পাওয়া না যাওয়ায় জেল কর্তৃপক্ষ তাৎক্ষণিক অনুমতি প্রদান করে। দুপুরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

হালিমা খাতুন আরও জানান, নবজাতক ও মায়ের জন্য চিকিৎসা সেবা, পুষ্টিকর খাবার এবং শিশুর প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কারাগারে সন্তান জন্ম, হাসপাতালে চিকিৎসাধীন মা–শিশু

আপডেট সময় ০৯:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

 

কুমিল্লা কারাগারে থাকা হত্যা মামলার এক নারী আসামি সন্তান জন্ম দিয়েছেন। সোমবার প্রসবের পর মা ও নবজাতককে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কারাবন্দি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে দুজনই চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। প্রসূতির নাম স্মৃতি আক্তার। তিনি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা এবং হোসেন মিয়ার স্ত্রী। গত ১১ আগস্ট হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে প্রবেশ করেন।

সিনিয়র জেল সুপার জানান, সোমবার হঠাৎ প্রসববেদনা শুরু হলে তাকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের পরামর্শ দেন। পরিবারকে পাওয়া না যাওয়ায় জেল কর্তৃপক্ষ তাৎক্ষণিক অনুমতি প্রদান করে। দুপুরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

হালিমা খাতুন আরও জানান, নবজাতক ও মায়ের জন্য চিকিৎসা সেবা, পুষ্টিকর খাবার এবং শিশুর প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।