ডাকসু প্রচারণায় কঠোর শৃঙ্খলা জারি, প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা

- আপডেট সময় ০২:৪৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / 6
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে আজ (২৬ আগস্ট)। এ সময় প্রার্থীদের জন্য নির্বাচন কমিশন আচরণবিধি ঘোষণা করে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. কাজী মারুফুল হক।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি কোনোভাবেই অসম্মান প্রদর্শন করা যাবে না। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ বরদাস্ত করা হবে না। প্রার্থীদের অভিযোগ থাকলে তা সরাসরি নির্বাচন কমিশনকে জানাতে হবে। পাশাপাশি ধর্ম, বর্ণ, লিঙ্গ বা পারিবারিক পরিচয় ব্যবহার করে প্রচারণা চালানো গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। নিয়ম ভাঙলে প্রার্থিতা বাতিল হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার হতে পারেন সংশ্লিষ্ট শিক্ষার্থী।
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ডাকসু নির্বাচনকে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবেই দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য জ্ঞানচর্চা ও গবেষণা— তাই কোনো প্রকার নির্বাচনী কার্যক্রম যেন ক্লাস বা শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটায়, তা কঠোরভাবে নজরদারি করা হবে।
আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা নিজস্ব পরিচয়ে প্রচারণা চালাতে পারবেন। তবে আবাসিক হলে প্রচারণা চালাতে হলে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের অনুমতি নিতে হবে। লাইব্রেরি, রিডিংরুম বা এমন কোনো স্থানে প্রচারণা চালানো যাবে না, যেখানে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কারও প্রতি কটূক্তি বা বুলিং করলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।