জাতীয় দলে ফেরার পথে নেইমারের নতুন বাঁধা ইনজুরি

- আপডেট সময় ১০:২৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 12
প্রায় দুই বছর পর ব্রাজিলের জার্সিতে ফিরতে পারেন—এমন প্রত্যাশায় ছিলেন নেইমার ভক্তরা। কিন্তু নতুন ইনজুরির কারণে সেই আশা ভেঙে গেল। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে ঊরুর চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা।
২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন নেইমার। এরপর দু’বার ডাক পেলেও চোটের কারণে খেলতে পারেননি। এবারও একই কারণে বাদ পড়ছেন তিনি। চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই ম্যাচে তাকে দলে ফেরানোর সম্ভাবনা জোরালো ছিল, তবে অনুশীলনের সময় ব্যথা অনুভব করলে পরীক্ষায় ঊরুর চোট ধরা পড়ে।
সান্তোস ক্লাব বিষয়টি ইতিমধ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে জানিয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের ঊরু ফুলে গেছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন।
সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচ পূর্ণ ৯০ মিনিট খেলে জাতীয় দলে ফেরার ভালো সুযোগ তৈরি করেছিলেন নেইমার। তবে কোচ কার্লো আনচেলোত্তি শুরু থেকেই তার ফিটনেস নিয়ে সন্দিহান ছিলেন বলে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দাবি করেছে। সবকিছু ঠিক থাকলে তিনি ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন। এদিকে ৫ ও ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে যথাক্রমে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।