যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করল ভারত

- আপডেট সময় ১২:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 10
রুশ তেল ক্রয় এবং বাণিজ্য শুল্ক নিয়ে চলমান টানাপোড়েনের মাঝে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করছে ভারত। আগামী ২৫ আগস্ট থেকে বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এই পরিষেবা।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই স্থগিতাদেশ সাময়িক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিগগিরই এই পরিষেবা পুনরায় চালু করতে চায় নয়াদিল্লি।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ছিল ১৫ শতাংশ এবং ৮০০ ডলার পর্যন্ত মূল্যমানের পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় ছিল। ডাকযোগে পণ্য পাঠানোর ক্ষেত্রেও বড় আকারের ছাড় ছিল।
চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে আসার পর, মার্চে ট্রাম্প ভারতের ওপর নির্ধারিত শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করেন, তবে ডাকযোগে পাঠানো পণ্যের ওপর ছাড় বাতিল করেননি।
এরপর রাশিয়া থেকে তেল ক্রয় এবং পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে ট্রাম্পের অবদান স্বীকার না করায় জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এর জেরে ৬ আগস্ট ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হয়, ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের নির্ধারিত শুল্ক ৫০ শতাংশ হয়ে যায়। ডাক পরিষেবার ক্ষেত্রেও ছাড় কমানো হয়।
এছাড়া, যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্তৃপক্ষের নথিতে যেসব ভারতীয় ডাক-বিমান পরিষেবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে, কেবল তাদের মালবাহী উড়োজাহাজ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। এর ফলে ভারতের কিছু ডাক-বিমান পরিষেবা সংস্থা সমস্যায় পড়ে এবং কেন্দ্রীয় সরকারকে জানায়, এটির সমাধান না হলে তারা যুক্তরাষ্ট্রের অপারেশন পরিচালনা করতে পারবে না।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, “গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। সম্প্রতি যেসব জটিলতা দেখা দিয়েছে, সেগুলো সমাধানের জন্য ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে শিগগিরই এসব জটিলতার মীমাংসা হবে।”