শ্রীবরদীতে পাহাড় ও টিলা কর্তন রোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন

- আপডেট সময় ০৩:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / 5
রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী পাহাড়/টিলা কর্তন ও নিধন রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও ক্যাম্পেইন করেন শ্রীবরদী উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) শেখ জাবের আহমেদ । বৃহস্পতিবার (২১ আগষ্ট) উপজেলার সীমান্তবর্তী বালিজুরি থেকে মেঘাদল এলাকায় উক্ত ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, ‘পাহাড় ও টিলা দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। নির্বিচারে পাহাড় কাটা হলে ভূমিধ্বস, বন্যা, মাটি ধ্বস ও জীববৈচিত্র্যের ক্ষতি হয় যা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ায়।’
তিনি আরও বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী পাহাড় বা টিলা কর্তন দণ্ডনীয় অপরাধ। এ আইন ভঙ্গ করলে জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে।
উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান, বন কর্মকর্তা রাকিব হাসান প্রমুখ।
এ সময় ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, এলাকার স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।