শিরোনাম :
বিশ্ব আলোকচিত্র দিবস আজ

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১০:২৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / 8
আজ ১৯ আগস্ট, বিশ্ব আলোকচিত্র দিবস। ১৮৩৯ সালের এই দিনে ফরাসি সরকার প্রথমবারের মতো দিনটিকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়ে আসছে বিশ্বজুড়ে।
১৮৩৭ সালে ফরাসি উদ্ভাবক নাইসেফোর নিপ্স ও লুই ড্যাগুইর উদ্ভাবন করেন ড্যাগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম। বিজ্ঞানী ড্যাগুইর ছবির ব্যবহারিক এই পদ্ধতির পথপ্রদর্শক ছিলেন। তাঁর নাম অনুসারেই এর নামকরণ হয় “ড্যাগুইররিওটাইপ ফটোগ্রাফি”। পরবর্তীতে ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার এটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
সেই স্মরণে প্রতিবছর বিশ্ব আলোকচিত্র দিবস পালিত হয়। এ দিনে ফটোগ্রাফির ইতিহাসে অবদান রাখা সকল অগ্রদূতকে শ্রদ্ধা জানানো হয়। বিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন আলোকচিত্র সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।