শিরোনাম :
যেকোনো দেশ থেকেই পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 9
দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে যেকোনো দেশ থেকেই আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “চাহিদা ও যোগানের ভিত্তিতে এবার পেঁয়াজ আমদানি করা হবে। শুধু ভারত নয়, ব্যবসায়ীরা যেখান থেকে চাইবেন, সেখান থেকেই আমদানি করতে পারবেন।”
মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও জানান, সরকারের মূল লক্ষ্য পেঁয়াজের দাম কমানো ও সরবরাহ বৃদ্ধি করা। এজন্য যেখান থেকে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করা হবে।
সম্প্রতি ঢাকার বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। গত এক সপ্তাহে দাম কেজিতে ৬০ টাকা থেকে বেড়ে ৮০-৮৫ টাকায় পৌঁছেছে। এ পরিস্থিতিতে সরকার আমদানির সিদ্ধান্ত নিলেও, সুনির্দিষ্ট দিনক্ষণ ও আমদানির পরিমাণ এখনও নির্ধারণ হয়নি।
বিষয় :
বাণিজ্য উপদেষ্টা