ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজায় মানবিক বিপর্যয়: হামলায় ৮৩ নিহত, দুর্ভিক্ষে মৃত্যু বাড়ছে বাড়ি ফেরা হলো না, প্রবাসীকে আনতে গিয়ে সড়কে ঝরলো ৭ প্রাণ জাতীয় নির্বাচন ফ্রেব্রুয়ারি মাসে ব্রিটেন পরিকল্পিতভাবে সামুদ্রিক দুর্ঘটনা ঘটাতে চায়: দাবি রুশ গোয়েন্দা সংস্থার জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে তিনদিনব্যাপী আয়োজন ছাত্রশিবিরের খাগড়াছড়িতে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ ৫ আগস্ট ইতিহাস কথা বলে জুলাই শহীদদের আত্মত্যাগই হবে আগামীর বাংলাদেশ রুপরেখা : ড. ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের অংশগ্রহণ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে তিনদিনব্যাপী আয়োজন ছাত্রশিবিরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 6

ছবি: সংগৃহীত

 

‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি’ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৫ আগস্ট) থেকে ৭ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ আয়োজন চলবে।

কর্মসূচির সূচনা হয় ভোর ৫টায় টিএসসি থেকে প্রতীকী ‘ফতেহ গণভবন’ পর্যন্ত একটি সাইকেল র‍্যালির মাধ্যমে। আয়োজনে জুলাই গণ-আন্দোলনের স্মৃতি ও চেতনা ধরে রাখতে বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার পাশাপাশি স্মৃতিচারণ, আলোচনা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রথম দিন আয়োজনে ছিল ডকুমেন্টারি প্রদর্শনী, বিপ্লবী কবিতা ও গান পরিবেশনা, আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মৃতিচারণ, বিকালে মাইম পরিবেশনা ও নাটক এবং রাতে ‘প্ল্যানচেট বিতর্ক’।

টিএসসির অনুষ্ঠানস্থল ব্যানার, পোস্টার ও চিত্রশিল্প দিয়ে সাজানো হয়। সেখানে প্রতীকী ‘ফতেহ গণভবন’ শিরোনামে একটি ইনস্টলেশন তৈরি করা হয়, যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। আয়োজনে দুটি জরুরি চিকিৎসা সহায়তা বুথও ছিল।

উদ্বোধনী বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “এই আয়োজন শুধুমাত্র একটি সাংস্কৃতিক উপস্থাপনা নয়; বরং আমাদের আত্মত্যাগ, সাহস ও চেতনার ধারাবাহিকতা রক্ষার প্রয়াস। ‘জুলাই চেতনা’ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, যেখানে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পলায়নের এক বছর: প্রাপ্তি ও প্রত্যাশা’, ‘ছাত্ররাজনীতি ও ডাকসু নির্বাচন’ এবং ‘নতুন রাজনৈতিক বাস্তবতায় ইসলামের ভূমিকা’ বিষয়ে আলোচনা হবে।

শেষ দিন ৭ আগস্ট অনুষ্ঠিত হবে ‘জুলাই চিত্র প্রদর্শনী’। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে গণ-আন্দোলনের সময়কার বিভিন্ন চিত্রকর্ম, শহীদদের স্মরণে শিল্পকর্ম এবং ভবিষ্যতের প্রত্যাশার প্রতিফলন তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে তিনদিনব্যাপী আয়োজন ছাত্রশিবিরের

আপডেট সময় ০৫:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

 

‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি’ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৫ আগস্ট) থেকে ৭ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ আয়োজন চলবে।

কর্মসূচির সূচনা হয় ভোর ৫টায় টিএসসি থেকে প্রতীকী ‘ফতেহ গণভবন’ পর্যন্ত একটি সাইকেল র‍্যালির মাধ্যমে। আয়োজনে জুলাই গণ-আন্দোলনের স্মৃতি ও চেতনা ধরে রাখতে বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার পাশাপাশি স্মৃতিচারণ, আলোচনা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রথম দিন আয়োজনে ছিল ডকুমেন্টারি প্রদর্শনী, বিপ্লবী কবিতা ও গান পরিবেশনা, আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মৃতিচারণ, বিকালে মাইম পরিবেশনা ও নাটক এবং রাতে ‘প্ল্যানচেট বিতর্ক’।

টিএসসির অনুষ্ঠানস্থল ব্যানার, পোস্টার ও চিত্রশিল্প দিয়ে সাজানো হয়। সেখানে প্রতীকী ‘ফতেহ গণভবন’ শিরোনামে একটি ইনস্টলেশন তৈরি করা হয়, যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। আয়োজনে দুটি জরুরি চিকিৎসা সহায়তা বুথও ছিল।

উদ্বোধনী বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “এই আয়োজন শুধুমাত্র একটি সাংস্কৃতিক উপস্থাপনা নয়; বরং আমাদের আত্মত্যাগ, সাহস ও চেতনার ধারাবাহিকতা রক্ষার প্রয়াস। ‘জুলাই চেতনা’ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, যেখানে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পলায়নের এক বছর: প্রাপ্তি ও প্রত্যাশা’, ‘ছাত্ররাজনীতি ও ডাকসু নির্বাচন’ এবং ‘নতুন রাজনৈতিক বাস্তবতায় ইসলামের ভূমিকা’ বিষয়ে আলোচনা হবে।

শেষ দিন ৭ আগস্ট অনুষ্ঠিত হবে ‘জুলাই চিত্র প্রদর্শনী’। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে গণ-আন্দোলনের সময়কার বিভিন্ন চিত্রকর্ম, শহীদদের স্মরণে শিল্পকর্ম এবং ভবিষ্যতের প্রত্যাশার প্রতিফলন তুলে ধরা হবে।