০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে তিনদিনব্যাপী আয়োজন ছাত্রশিবিরের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 162

ছবি: সংগৃহীত

 

‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি’ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৫ আগস্ট) থেকে ৭ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ আয়োজন চলবে।

কর্মসূচির সূচনা হয় ভোর ৫টায় টিএসসি থেকে প্রতীকী ‘ফতেহ গণভবন’ পর্যন্ত একটি সাইকেল র‍্যালির মাধ্যমে। আয়োজনে জুলাই গণ-আন্দোলনের স্মৃতি ও চেতনা ধরে রাখতে বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার পাশাপাশি স্মৃতিচারণ, আলোচনা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রথম দিন আয়োজনে ছিল ডকুমেন্টারি প্রদর্শনী, বিপ্লবী কবিতা ও গান পরিবেশনা, আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মৃতিচারণ, বিকালে মাইম পরিবেশনা ও নাটক এবং রাতে ‘প্ল্যানচেট বিতর্ক’।

টিএসসির অনুষ্ঠানস্থল ব্যানার, পোস্টার ও চিত্রশিল্প দিয়ে সাজানো হয়। সেখানে প্রতীকী ‘ফতেহ গণভবন’ শিরোনামে একটি ইনস্টলেশন তৈরি করা হয়, যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। আয়োজনে দুটি জরুরি চিকিৎসা সহায়তা বুথও ছিল।

উদ্বোধনী বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “এই আয়োজন শুধুমাত্র একটি সাংস্কৃতিক উপস্থাপনা নয়; বরং আমাদের আত্মত্যাগ, সাহস ও চেতনার ধারাবাহিকতা রক্ষার প্রয়াস। ‘জুলাই চেতনা’ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, যেখানে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পলায়নের এক বছর: প্রাপ্তি ও প্রত্যাশা’, ‘ছাত্ররাজনীতি ও ডাকসু নির্বাচন’ এবং ‘নতুন রাজনৈতিক বাস্তবতায় ইসলামের ভূমিকা’ বিষয়ে আলোচনা হবে।

শেষ দিন ৭ আগস্ট অনুষ্ঠিত হবে ‘জুলাই চিত্র প্রদর্শনী’। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে গণ-আন্দোলনের সময়কার বিভিন্ন চিত্রকর্ম, শহীদদের স্মরণে শিল্পকর্ম এবং ভবিষ্যতের প্রত্যাশার প্রতিফলন তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে তিনদিনব্যাপী আয়োজন ছাত্রশিবিরের

আপডেট সময় ০৫:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

 

‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি’ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (৫ আগস্ট) থেকে ৭ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ আয়োজন চলবে।

কর্মসূচির সূচনা হয় ভোর ৫টায় টিএসসি থেকে প্রতীকী ‘ফতেহ গণভবন’ পর্যন্ত একটি সাইকেল র‍্যালির মাধ্যমে। আয়োজনে জুলাই গণ-আন্দোলনের স্মৃতি ও চেতনা ধরে রাখতে বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার পাশাপাশি স্মৃতিচারণ, আলোচনা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রথম দিন আয়োজনে ছিল ডকুমেন্টারি প্রদর্শনী, বিপ্লবী কবিতা ও গান পরিবেশনা, আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মৃতিচারণ, বিকালে মাইম পরিবেশনা ও নাটক এবং রাতে ‘প্ল্যানচেট বিতর্ক’।

টিএসসির অনুষ্ঠানস্থল ব্যানার, পোস্টার ও চিত্রশিল্প দিয়ে সাজানো হয়। সেখানে প্রতীকী ‘ফতেহ গণভবন’ শিরোনামে একটি ইনস্টলেশন তৈরি করা হয়, যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। আয়োজনে দুটি জরুরি চিকিৎসা সহায়তা বুথও ছিল।

উদ্বোধনী বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “এই আয়োজন শুধুমাত্র একটি সাংস্কৃতিক উপস্থাপনা নয়; বরং আমাদের আত্মত্যাগ, সাহস ও চেতনার ধারাবাহিকতা রক্ষার প্রয়াস। ‘জুলাই চেতনা’ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, যেখানে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পলায়নের এক বছর: প্রাপ্তি ও প্রত্যাশা’, ‘ছাত্ররাজনীতি ও ডাকসু নির্বাচন’ এবং ‘নতুন রাজনৈতিক বাস্তবতায় ইসলামের ভূমিকা’ বিষয়ে আলোচনা হবে।

শেষ দিন ৭ আগস্ট অনুষ্ঠিত হবে ‘জুলাই চিত্র প্রদর্শনী’। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে গণ-আন্দোলনের সময়কার বিভিন্ন চিত্রকর্ম, শহীদদের স্মরণে শিল্পকর্ম এবং ভবিষ্যতের প্রত্যাশার প্রতিফলন তুলে ধরা হবে।