বাঁশ কুড়াল খুজতে গিয়ে কিশোরী পা বিচ্ছিন্ন

- আপডেট সময় ০৭:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 10
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক কিশোরীর পা বিচ্ছিন্ন হয়েছে। সীমান্ত ঘেষা ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় মাইন বিষ্ফোরণে শিকার হন ওই নারী।
আজ সোমবার সকালে ঘুমধুম নিকুছড়ি সীমান্তে মিয়ানমারের অনুপ্রবেশের সময় বাঁশ কোড়ল কুড়াতে গিয়ে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ওই কিশোরীর বাম পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত কিশোরী- নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের সুমন কারবারির মেয়ে।
সীমান্তবাসী ও গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, সকালেনিকুছড়ি সীমান্ত দিয়ে ওপারে বাঁশ কুড়াল খুজতে গিয়েছিল ওই নারী। পার হওয়ার সময় আরাকান আর্মি মাটির গভীরে পুতে রাখা স্থল মাইন্ড বাম পা পড়লে মুহুর্তে বিস্ফোরিত হয়। এসময় ঘটনাস্থলে আহত হওয়া ওই কিশোরীকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইন বিষ্ফোরণে এক নারী আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।